বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ০৯:৩৮:২৮

আপনি কি মনে করেন, ধোনির এখনই অবসর নেয়া উচিত?

আপনি কি মনে করেন, ধোনির এখনই অবসর নেয়া উচিত?

স্পোর্টস ডেস্ক: ভারতের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনির নেতৃত্বে বর্তমানে ভারতীয় ক্রিকেট দল খুব একটা ভালো করতে পারছে না। বাংলাদেশের মাটিতে ধবল ধোলায়ের পর শ্রীলঙ্কার মাটিতেও আশানুরূপ সফল হতে পারেনি ধোনি। তাছাড়া ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের পর কথা উঠেছে তার অবসর নেয়ার। কেউ কেউ বলছে অন্তত অধিনায়কের পদ থেকে ধোনির এখন সরে যাওয়া উচিত। অথচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ব্যক্তিগত পারফরমেন্স ছিল লক্ষ্যনীয়। বলতে গেলে ২য় ওয়ানডে ম্যাচটা তো ধোনি একাই ভারতকে জিতিয়েছেন। তাছাড়া ধোনির নেতৃত্বেই দীর্ঘ ২৩ বছর পর ওয়ানডে বিশ্বকাপ ও টি-২০র প্রথম বিশ্বকাপই জয় করেছে ভারত। কিন্তু সাম্প্রতি ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট টিম খুবই বাজে পারফরম্যান্স করায় তার ওপর বেশ চটেছেন দেশটির ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্ত-সমর্থকরা। ধোনির সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে বেশ চটেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক মহিন্দর অমরনাথ। টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে অমরনাথ ধোনির সময় ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন। বলেছেন, এটাই সময় বিরাট কোহলিকে টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্বও দেওয়ার। অমরনাথ ভারত দলের বর্তমান অধিনায়ককে রক্ষনাত্মক অধিনায়ক আখ্যা দিয়ে লিখেছেন, ‘ধোনি এমনই একজন রক্ষণাত্মক অধিনায়ক যে প্রতিপক্ষকে সব সময় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়।’ ২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে