জিম্বাবুয়ের সিরিজে বাংলাদেশ স্কোয়াডে বড় চমক, দেখে নিন কারা আছেন দলে
স্পোর্টস ডেস্ক: তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী দুই নভেম্বর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখেই বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে মাশরাফি বিন মুর্তজারা।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য বুধবার ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলের ১৮ সদস্যের স্কোয়াডে দেখা গেছে দারুণ চমক। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সুযোগ হয়েছে আল-আমিন হোসেনের। সঙ্গে প্রথমবারের জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। দুজনেই এখন ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। তাছাড়া ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি পেসার রুবেল হোসেনের।
১৮ জনের স্কোয়াডে এ দুই জনকে বেড়ানোর প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘আমার মনে হয় একটা নতুন ছেলে যখন ভালো খেলে বা কেউ কামব্যাক করার চেষ্টা করে তখন তাদের জন্য এ টিমের ট্যুর খুবই গুরুত্বপূর্ণ। কামরুল যেহেতু দেশে ফিরে আসছে সেক্ষেত্রে খুব সম্ভাবনা আছে তার। আল আমিন ভারতে গিয়ে ভালো করেছে। দক্ষিণ আফ্রিকায়ও ভালো করছে। এ দুই জায়গায় ভালো করার কারণে তারও খুব সম্ভাবনা আছে দলে থাকার।'
স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।