বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ১১:৪৫:১১

শুষ্ক মরুতে আবারো ফুল ফোটালেন আফগান ক্রিকেটাররা

শুষ্ক মরুতে আবারো ফুল ফোটালেন আফগান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে আফগানিস্তান ধীরে ধীরে নিজেদের আসনটা পাকাপোক্ত করে নিচ্ছে। আর সেটা খুব ভালোভাবে লক্ষ্য করছে বিশ্ববাসী। প্রতিপক্ষ দলের বিপক্ষে পাকিস্তানের কিংবদন্তী ইনজামামের শিষ্যদের একের পর এক জয় তুলে নেয়ার বিষয়টা যে সাফল্যের বহিঃপ্রকাশ সেটা যে কেউ স্বীকার করে নিবে অনায়াসে। জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচও দাপট দেখিয়ে জয় তুলে নিল মোহাম্মদ নবী ও শাহজাদের দল। চিগুম্বুরাদের দেওয়া ১৯১ কঠিন টার্গেটে খেলতে নেমে এক বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫রান করেন ওসমান গনি। এছাড়া গুলবাইন নায়েব ৫৬ ও মোহাম্মদ শাহজাদ করেন ২৪ রান। অপর দিকে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালোই সূচনা করে টিম জিম্বাবুয়ে।দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন শেন উইলিয়ামস । জয়ের পথে আফগানিস্তানের বোলাররা বেশ ভালো ভূমিকা রেখেছেন। বোলারদের দায়িত্বশীল বোলিংয়ের জন্যই জিম্বাবুয়েকে ১৯০ রানে আটকে দেওয়া সহজ হয়েছিল। ২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে