বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০১:৫৯:১৬

ফিফার সভাপতি নির্বাচনে যে ৭ জন

ফিফার সভাপতি নির্বাচনে যে ৭ জন

স্পোর্টস ডেস্ক : আগেই ইঙ্গিত ছিল। শেষ পর্যন্ত তাই সত্যি হল। ফিফার সভাপতি নির্বাচনে লড়ছেন না ব্রাজিলের সাবেক ফুটবল নক্ষত্র জিকো। তিনি নির্বাচনে লড়ার জন‍্য মনোনয়নপত্র জমা দেননি। নির্বাসিত ফিফা সভাপতি ব্লাটারের উত্তরসূরি বাছতে নির্বাচন ২৬ ফেব্রুয়ারি। ওই নির্বাচনের জন‍্য ৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। স্ক্রুটিনির পর একটি বাতিল হয়ে যায়। ফলে এখনও পর্যন্ত লড়াইয়ে থাকলেন ৭ জন। ওরা হলেন: প্রিন্স আলি বিন আল–হুসেন ( বয়স ৩৯, জর্ডন ফুটবল অ‍্যাসোসিয়েশনের সভাপতি), মুসা বিলিটি (বয়স ৪৮, লাইবেরিয়ান ফুটবল অ‍্যাসোসিয়েশনের সভাপতি), জেরমি শ‍্যাম্পেন (বয়স ৫৭, ফিফা গভর্নিং বডির প্রাক্তন সদস‍্য), গিয়ান্নি ইনফানতিনো (বয়স ৪৫, উয়েফার সচিব), মিশেল প্লাতিনি (বয়স ৬০, উয়েফার সভাপতি, ফিফার সহঃ সভাপতি), শেখ সালমান বিন–ইব্রাহিম আল–খালিফা (বয়স ৪৯, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি), টোকিও সেক্সওয়েল (বয়স ৬২, দক্ষিণ আফ্রিকার সাবেক মন্ত্রী)। বাতিল হয়েছে ত্রিনিদাদের সাবেক ফুটবলার ডেভিড নাখিদের মনোনয়ন। বাতিলের কারণ মনোনয়নে প্রয়োজনীয় পাঁচটি জাতীয় ফুটবল সংস্থার সমর্থন না থাকা। তার মনোনয়নে ৪টি ‘বৈধ’ সমর্থন ছিল। জানা গেছে, একটি জাতীয় সংস্থা ডেভিড নাখিদ ও আরও একজন প্রার্থীর মনোনয়নে সমর্থন জানিয়েছিল। এতেই বিপত্তি। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি এখন নির্বাসনে। তবু তার মনোনয়নকে বৈধ ধরা হয়েছে। ভোটের আগে নির্বাসন উঠে গেলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তা না হলে পারবেন না। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে