‘পাকিস্তানের উচিত টি-২০ বিশ্বকাপে ভারতে না যাওয়া’
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান–ভারত দ্বিপাক্ষিক সিরিজ বিতর্কে নতুন ইন্ধন জোগালেন সাবেক পাকিস্তানের অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি সি বি)–কে অনুরোধ করেছেন, আগামী বছর বিশ্ব টি ২০–তে ভারতে যেন দল না পাঠায় পাকিস্তান।
মিয়াঁদাদ বলেন, ‘আমি পাকিস্তান বোর্ডকে খুব পরিষ্কার করে বলতে চাই, যদি দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারত সরকার রাজি না হয়, তবে আমাদের সরকারও যেন ভারতে বিশ্ব টি ২০–র জন্য তাদের দল না পাঠায়। কারণ টি ২০ বিশ্বকাপের থেকে আমাদের আত্মমর্যাদা এবং গর্ব সবার আগে।’ এদিন জানিয়েছেন মিয়ঁাদাদ। তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই একটা নিজস্ব অবস্থান নেওয়া উচিত। ভারতকে জানানো দরকার, যথেষ্ট হয়েছে। আমরা অনেক দিন (২০০৭–এ শেষবার) ওদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলিনি। তাহলে আই সি সি প্রতিযোগিতাতেই বা খেলব কেন?’
২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস