‘একদিন ডি ভিলিয়ার্স অনেক রেকর্ডের মালিক হবেন’
স্পোর্টস ডেস্ক: টপ অর্ডার ও মিডল অর্ডারদের দারুণ ব্যাটিংয়ের সুবাদে স্বাগতি ভারতকে চক্ষু লজ্জায় ফেলে সিরিজ জিতে নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ভারত সিরিজে পুরানো চেহারা নতুন করে বিশ্ব ক্রিকেটের সামনে উপস্থান করেছিল প্রেটিয়া অধিনায়াক এবি ডি ভিলিয়ার্স। তার মারকুটে ও দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাধে সিরিজে সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা শিবির।
ভারত সিরিজে ভালো ব্যাটিংয়ের পর প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়াসের্র ব্যাটিংয়ের প্রশংসা করেন ভারতের ক্রিকেটের কিংবদন্তী শচীন টেন্ডুলকার।
ডি বিলিয়ার্সের ভূয়সী প্রশংসা করে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। ওই ম্যাচেও তার ব্যাটিং অবিশ্বাস্য ছিলো। ডি ভিলিয়ার্সের ব্যাটিং তার নিজের সময়ের চেয়ে অবশ্যই অনেক বেশি এগিয়ে আছে। তার ব্যাটিং, টাইমিং ও বল-এ হিট করার স্পিড দুর্দান্ত। তার ব্যাটিং দেখে মনে হয়, বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের চেয়ে ডি ভিলিয়ার্স প্রতিটা বল খেলার জন্য বেশি সময় পায়। এমন ব্যাটিং অব্যাহত থাকলে, ডি ভিলিয়ার্স অনেক রেকর্ড গড়বে।’
প্রতিপক্ষ দলের সাথে ভারত দল একের পর একএ হারলেও শচীন টেন্ডুলকার মনে করেন, ভারতের বর্তমান দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এমনকি প্রত্যেক দলের ভালো খারাপ সময় থাকবেই।
২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর