‘প্রেমকাহিনি-২’ তে ক্রিকেট নিয়ে আপত্তিকর কিছুই পায়নি বিসিবি
স্পোর্টস ডেস্ক: বহুল আলোচিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’ এর সেন্সর ছাড়পত্র লাভে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যাচাই-বাছাই ও পর্যালোচনার প্রয়োজন ছিল। যার ধারাবাহিকতায় ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দেখতে গিয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। ছবি পর্যালোচনার পর বিসিবির দুই প্রতিনিধি জানান, ‘ছবিতে স্পর্শকাতর কিছু চোখে পড়েনি।’
এর আগে সেন্সর বোর্ড থেকে ক্রিকেট বোর্ডকে অনুরোধ করা হয়েছিল, যেহেতু পূর্ণদৈঘ্যটি জনসম্মুখে দেখানো হবে, তাই ক্রিকেট নিয়ে স্পর্শকাতর কোনও বিষয় আছে কিনা তা পর্যবেক্ষণ করতে।
ছবিটি দেখার পর রাবিদ ইমাম বলেন, ‘ ছবিটিতে স্পর্শকাতর বা বাংলাদেশ ক্রিকেটের মান ক্ষুণ্ন হতে পারে এমন কোন বিষয় তুলে আনা হয়নি।তবে সামান্য পরিবর্তনের কিছু প্রয়োজন হতে পারে। আমরা আমাদের পর্যবেক্ষণের বিস্তারিত প্রতিবেদন সেন্সর বোর্ডে জমা দিব।’
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার জানান, ‘ছবিতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক দেখানো হয়েছে। এক্ষেত্রে ক্রিকেট বোর্ড ছবিটি দেখে একটা অফিসিয়াল অনাপত্তিপত্র না দিলে আমরা ছাড়পত্র দিতে পারি না।’
উল্লেখ্য, রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত সিক্যুয়াল এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, জয়া আহসান, ওমর সানী, মৌসুমী হামিদ, ইমন প্রমুখ।এছাড়া বিশেষ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, সাংবাদিক জ ই মামুন এবং কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবির সবগুলো গান লিখেছেন কবির বকুল। সুর-সংগীতায়োজনে শওকত আলী ইমন। ছবিটির পরিচালক সাফিউদ্দিন সাফি।
২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/ আরিফুর রাজু/এআর