স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিপিএলের মূল চমকটা বিসিবির। বিশ্বের অনেক তারকা ক্রিকেটারই রাজি হয়েছে বিসিবির নিয়ম মেনে বিপিএলে অংশ নিতে। কিন্তু টাকার চুক্তির দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছিলেন না হাতে গোনা কয়েকজন ক্রিকেটার।
দল ঘোষণার প্রায় এক সপ্তাহ পরে জানা গেল সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটারদের নাম। ক্রিস গেইল চুক্তিবদ্ধ হয়েছেন বরিশাল বুলসে। প্রতি ম্যাচে তাকে দিতে হবে ৩৫ লাখ টাকা। অন্যদিকে সাকিব গোটা টুর্নামেন্ট খেলে পাবেন এই টাকা।
৫ টি ম্যাচে অংশ নিয়ে প্রায় দেড় কোটি টাকা পাবেন ক্রিস গেইল। গেইলের পরে রয়েছেন সাঙ্গাকারা। অন্যদিকে ক্যারিবীয়ান ও কাউন্টি ক্রিকেটে এর আগে সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসাবে নির্বাচিত হওয়া আফ্রিদি রয়েছেন ৩ নম্বরে।
ঢাকা ডিনামাইটসের হয়ে খেলবেন সাঙ্গা। প্রতি ম্যাচে ১১ লাখ করে পাবেন তিনি। মোট ৯০ লাখের মত করে পেতে পারেন এই লঙ্কান। আফ্রিদি খেলতে পারেন সিলেট দলে। তিনি গোটা টুর্নামেন্ট খেলে ৭২ লাখ পেতে পারেন। ২০১৫ বিপিএল আসরে সর্বোচ্চ দামি ৩ খেলোয়াড় হলেন এই ৩ বিদেশি ক্রিকেটারই।
২৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর