বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০২:০০:১০

অবাক হলেও সত্য, নেইমারের দেশে মেসিই সেরা

 অবাক হলেও সত্য, নেইমারের দেশে মেসিই সেরা

স্পোর্টস ডেস্ক: কত বসন্ত এলো আর গেল। কিন্তু একটি প্রশ্নের সমাধান আজও পাওয়া গেল না। ফুটবল বিশ্বে কে সেরা, কে সেলিব্রিটি? এ নিয়ে মেসি-নেইমার কিংবা ক্রিশ্চিয়ানো ভক্তদের মাঝে চলছে নীরব প্রতিযোগীতা। সত্যিই তো, এদের মধ্যে কে সেরা? সঠিক উত্তর আজও মেলেনি। হয়তো মিলবেওনা। যুগ যুগ ধরে এ নিয়ে চলবে তর্ক-বির্তক আর নিজ তারকাদের সবার উপরে রাখার অন্তিম প্রচেষ্টা। সম্প্রতি ঘটে যাওয়া একটি সংবাদ শুনলে হয়তো নেইমার ভক্তদের চোখ কপালে উঠতে পারে। আর সেই সংবাদটি হলো নেইমারের দেশে মেসির জনপ্রিয়তা অনেক উপরে। ফুটবল পরাশক্তিসম্পন্ন দেশ ব্রাজিলের সকল ধরনের বিভাগীয় ২০ জন ফুটবল কোচদের মধ্যে একটি ভোট গণনা হয়েছিল। প্রার্থী নির্বাচনের পর দেখা যায় আর্জেন্টিনা আর বার্সেলোনার লিওনেল মেসি সর্বোচ্চ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন। মজার ব্যাপার হলো, যোগ্য প্রার্থী বিবেচনায় ব্রাজিলের কোচরা আপনজনকে ফেলে ভোট দিয়েছেন অন্যদের। ব্রাজিল কোচদের নিয়ে ভোট সম্পাদন করা হলেও সেখানে ছিলেন না নেইমার। আর তাই তাকে রেখে মেসি-ক্রিশ্চিয়ানোকে নিয়ে ভোট গনান শুরু হয়। ব্রাজিলের কোচদের বর্ষসেরা ফুটবলার বেছে নিতে নিজেদের মধ্যেই ভোট গণনা করেন। যেখানে বার্সা তারকা মেসি পেয়েছেন সর্বোচ্চ ১৪ ভোট। আর রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো পেয়েছেন মাত্র ৫ ভোট। ২০ জনের ভোট নেওয়া হলে বাকি ভোটটি কে পেয়েছেন? প্রশ্ন উঠতেই পারে। আর এক ভোট কোথায় গেল। মূলত ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মানো মেনজেসের ভোটটি পাননি দু’জনের কেউই। কারণ তিনি এ দুজনের মধ্যে কাউকেই বর্সসেরা মানতে রাজি নন। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/ আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে