বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০২:৫৩:২১

২২ গজ থেকে একটু দূরে সবুজের ছায়াতলে তাসকিন

২২ গজ থেকে একটু দূরে সবুজের ছায়াতলে তাসকিন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বাংলাদেশে ‘স্পিড মাস্টার’ খ্যাত দৈত্যকার তরুণ উদীয়মান পেস বোলার তাসকিন আহমেদ অভিষেকের পর পর্যায়ক্রমে নিজের নামের সুবিচার করে চলছেন। সেই ২০১৪ সালের ১ এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে অভিষেক ঘটে তাসকিনের। শুরুতেই বাজিমাত। অজিদের সীসাঢালা প্রাচীরে ভাঙন ধরিয়ে সেই ম্যাচে তুলে নিলেন ৫ উইকেট। কিন্তু কিছুদিন পর বাংলাদেশি এই অফার সম্ভবণাময় বোলারকে পড়তে হচ্ছে ইনজুরির কবলে। যার কারণে তাকে নিয়ে কিছুটা হলেও বিচলিত ক্রিকেট বিশ্লেষকরা। অনেকে আবার ভেবে বসেছেন হয়তো দলের অধিনায়ক মাশরাফির পথে হাঁটছেন তাসকিন। তারপরও দেশের টানে দশের টানে ইনজুরিতে পড়ার পর কঠোর পরিশ্রম আর অনুশীলনের মাধ্যেমে নিজেকে ফিট করতে দেখা যায় দেশ সেরা এই স্পিড মাস্টারকে। তাসকিনকে নিয়ে সর্বশেষ সুসংবাদ হল ।তিনি এবার জিম্বাবুয়ে বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশের হয়ে গতির ঝড় তুলতে যাচ্ছেন। ২২ গজ মাঠ আর ব্যায়ামাগারের কঠোর পরিশ্রমের বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যানে এবার তাসকিনকে খুঁজে পাওয়া গেল সবুজের মাঠে । ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/ আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে