অস্ট্রেলিয়ার দুই ওপেনার গড়লেন পার্টনারশিপের সবচেয়ে বড় রেকর্ড
স্পোর্টস ডেস্ক : যে কোনো ধরনের ক্রিকেটে পার্টনারশিপে সবচেয়ে বড় রেকর্ডটি গড়েছেন দুই অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান। এর আগে পার্টনারশিপে সেরা জুটি ছিল ৩৭২ রানের।
কিন্তু এই রেকর্ডটি অতীত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ট্যুর ম্যাচে অসাধারণ ক্রিকেট উপহার দিয়ে ভেঙে দিয়েছেন এই রেকর্ড। রেকর্ড গড়েও অপরাজিত রয়েছেন তারা।
অ্যারন ফিঞ্চ ডাবল সেঞ্চুরি পেয়েছেন। অন্যদিকে কার্টারস ছুঁটছেন এই দিকেই। কোনো উইকেট না হারিয়ে দলীয় রান যখন ৩৭৬ তখন ফিঞ্চ করেছেন ২১৪ রান অন্যদিকে অপর প্রান্তের নায়ক করেন ১৫৬ রান।
বাংলাদেশ সফরে না এসে টিম অস্ট্রেলিয়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে গুরুত্ব দেয়। আর মাঠের লড়াই শুরু হতেই সর্বোচ্চ রান করে এই টিমের দুই ব্যাটসম্যান।
সর্বোচ্চ রানের জুটি হিসাবে এই রান সবার উপরে। এর আগে ৩৭২ রান ছিল সর্বোচ্চ। গেইল ও স্যামুয়েলস করেছিলেন এটি। তবে ট্যুর ম্যাচ হওয়ার আইসিসি এই রেকর্ডকে স্বীকৃতি নাও দিতে পারে।
২৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর