বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৩:৫৯:১৫

এশিয়ার নতুন পরাশক্তি আফগানিস্তানের অনন্য ইতিহাস

এশিয়ার নতুন পরাশক্তি আফগানিস্তানের অনন্য ইতিহাস

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে এশিয়ার শক্তিশালী দেশগুলোর মত শক্তি অর্জন করছে আফগানিস্তান। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান ক্রিকেট দিয়েই যেন শান্তির বার্তা দিচ্ছেন দেশটির সাধারণ মানুষকে। এশিয়া মহাদেশে বেশ কয়েকটি শক্তিশালী দেশ রয়েছে যারা ক্রিকেটের সর্বোচ্চ শিরোপা (বিশ্বকাপ) ঘরে তুলতে পেরেছে। আফগানিস্তান সিরিজে না পারলেও বিভিন্ন সময় ম্যাচ জিতেছে এইসব দেশের বিরুদ্ধে। ক্রিকেটে এশিয়ার শক্তিশালী দেশ হলো, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ। আফগানিস্তান যেন এই কাতারে ছুটে আসছে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আফগানিস্তান। এর পরে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে আফগানিস্তান। আফগানিস্তান এশিয়ার নতুন পরাশক্তি হয়ে ওঠার আভাষ দিচ্ছে। আফগান ও জিম্বাবুয়ের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৯১ রানের লক্ষ্য দাঁড় করায় জিম্বাবুয়ে। তারা এই বিশাল লক্ষ্য পূরণ করে ৫ উইকেটে। আর ফের ইতিহাসের পাতায় নাম লেখায় আফগানিস্তান। এই মূহুর্তে এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে বড় সাফল্য আফগানিস্তানের। এই দলটিতে যেমন রয়েছে ব্যাটিং প্রতিভা তেমন রয়েছে বোলিং প্রতিভা। এরা একদিন আরো পরিণত হবেন। তখন বড় বড় টিমকে টেক্কা দিতে পারবে আফগানিস্তান। ২৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে