বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৪:২৮:৩৩

‘নেইমার বার্সা ছাড়তে পারে, কিন্তু মেসি কখনই নয়’

‘নেইমার বার্সা ছাড়তে পারে, কিন্তু মেসি কখনই নয়’

স্পোর্টস ডেস্ক: জাতীয় দল কিংবা ক্লাব জার্সিতে সমান আধিপত্য দেখিয়ে যাচ্ছেন ব্রাজিল দলের তারকা খেলোয়াড় নেইমার । আর অন্যদিকে মেসিকে নিয়ে ভক্তদের খানিকটা অভিমান থাকলে যে কেই অনায়াসে স্বীকার করে নেবে জাতীয় দলের জন্য মেসি কতটা জুরুরি। মজার ব্যাপার হল দুই দেশের দুই তারকা এখন ন্যু ক্যাম্পে নোঙর ভিড়েয়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে দু’জনকে ঘিরে মাঝে মাঝে বেশ গুঞ্জন উঠে এই বুঝি তারা ক্লাব বার্সা ছেড়ে অন্য কোন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। তবে ক্লাবটির সাবেক সভাপতি জোয়ান লাপোর্তার দৃঢ বিশ্বাস ক্লাব বার্সা নেইমারকে বিক্রি করলেও করতে পারে। কিন্তু মেসি কখনই ন্যু ক্যাম্প ছেড়ে যাবেন না। হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে থাকা মেসিকে পেতে সম্প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব। চারদিকে গুঞ্জন, স্পেনের কর ব্যবস্থা নিয়ে বিরক্ত আর্জেন্টিনা অধিনায়ক হয়তো বার্সেলোনা ছাড়তেও পারেন। বার্সেলোনার আরেক বড় তারকা নেইমারকে পাওয়ার আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা বার্সার চেয়ে বেশি টাকা দিয়ে নেইমারকে নিতে চাচ্ছে। সম্প্রতি এই নিয়ে কথা বলেন লাপোর্তা। অকপটে সাফ জানিয়ে দেন তার বিশ্বাসের কথা। “মেসি কখনোই বার্সা ছাড়বে না। এটা আমাদের প্রতীক ও আমাদের হৃদয়ের অংশ।” ব্রাজিলের উঠতি তারকা নেইমার প্রসঙ্গে এই সংগঠক বলেন, “নেইমারের জন্য এটা আলাদা বিষয়। ক্লাবের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। ভারসাম্য আনতে বর্তমান সভাপতিকে অবশ্যই খেলোয়াড় বা সম্পদ বিক্রি করতে হবে। সেরা সমাধান হচ্ছে, সেরা একজন খেলোয়াড়কে বিক্রি করা।” ২৯অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/ আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে