জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার পরে যা বললেন ইনজামাম
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জয়ের নায়ক ইনজামামুল হক কয়েকদিনের জন্য আফগান ক্রিকেটের দায়িত্ব নেন। ক্রিকেটের পর কোচিং পেশায় তিনি যে বাজিমাত দেখাতে পারবেন এটা দেখিয়েছেন এরই মধ্যে।
টি-টোয়েন্টিতে তার দল (আফগানিস্তান) জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে। দলের জয়ের কোনো কৃতিত্ব নিতে চান না ক্রিকেটে বিশ্বের আগ্রহের পাত্র হয়ে ওঠা ইনজামাম উল হক।
ইনজামাম বলেন, ছেলেদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। তারা জয় পেতে মরিয়া। জয়ের ইচ্ছায় মাঠে নেমেছে তার টিম। আর ভালো খেলার মধ্যে দিয়েই জয় পেয়েছে তার আফগানিস্তান।
জয়ের মূল চাবিকাঠি বালকদের অদম্য ইচ্ছাশক্তি বলেও জানান ইমজামাম। প্রসঙ্গত, টর্নেডো বেগে হাফসেঞ্চুরি করা গুলাবাডিন নায়েব ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তিনি নিজেদের জয়ের কৃতিত্ব দেন দলীয় অধিনায়ক স্টেকনেজাইকে।
২৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�