ঢাকায় অনুষ্ঠিতব্য ২০১৬ এশিয়া কাপ রুপ নিল টি-টোয়েন্টিতে
স্পোর্টস ডেস্ক : ভারতে আয়োজন করার কথা থাকলেও ২০১৬ এশিয়া কাপের আয়োজন করা হবে বাংলদেশে। ঢাকায় অনুষ্ঠিতব্য ২০১৬ এশিয়া কাপ রুপ নিল টি-টোয়েন্টিতে।
২০১৬ সালে ভারতের মাটিতে টি-টেয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিরাপত্ত্বার কারণে আপত্ত্বি আসতে পারে এই আসর নিয়েও। তবে এশিয়া কাপে থাকছে না ৫০ ওভার।
টি-২০তে রুপ নিচ্ছে এবারের এশিয়া কাপ। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু এশিয়া কাপ৷ আর ফাইনাল ৬ মার্চ৷ প্রতিটি ম্যাচ হবে বিশ ওভারে। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাসহ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সরাসরি অংশ নেবে৷
নভেম্বরে অনুষ্ঠিত কোয়ালিফায়ারে সংযুক্ত আরব আমিররাত ছাড়াও অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যে আফগানিস্তান অংশ নেবে। এছাড়া ওমান ও হংকংও খেলতে পারে এবারের আসরে।
১৯৮৬ সাল থেকে চলে আসা এশিয়া কাপ আগামী বছরে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই টি-২০ ফর্ম্যাটে খেলা হবে৷ প্রসঙ্গত, ২০১৮ সালে এশিয়াকাপ ফের ৫০ ওভারে হবে।
২৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর