অবশেষে মাঠে গড়াচ্ছে গোলাপি বলের টেস্ট ম্যাচ
স্পোর্টস ডেস্ক: অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল যে টেস্ট ক্রিকেট রাতের বেলা অনুষ্ঠিত হবে। তবে কি ধরণে বলে খেলা হবে তা নিয়ে বারবার বল নিয়ে বিতর্ক উঠেছে। পরে অবশ্য গোলাপি বলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপরও সমালোচকরা এই গোলাপি বল নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া চলছেই। তারপরও এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে ২৭ নভেম্বর মাঠে গড়াচ্ছে দিবা-রাত্রির প্রথম টেস্ট ম্যাচ। ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ক্রিকেটারদের পক্ষ থেকে আপত্তি আসলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দিবা-রাত্রির টেস্ট খেলতে কোন অসুবিধা নেই। এর আগে পরীক্ষামূলক এক ম্যাচ শেষে অধিনায়ক স্টিভেন স্মিথসহ দুদলের ক্রিকেটারই গোলাপি বলের ব্যাপারে আপত্তি তোলেন। খেলা শেষে তারা জানান, গোলাপি বল উইকেটে ভালো দেখা গেলেও আউট ফিল্ডে দেখতে কষ্ট হচ্ছে।
শুধু তাই নয়, ওই ম্যাচে ২৮ ওভার খেলা শেষে বল সবুজ হয়ে গেলে আরো বিপাকে পড়ে ক্রিকেটাররা। এতোকিছুর পরেও সবকিছু উড়িয়ে দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেন, ‘গোলাপি বল নিয়ে দীর্ঘদিন পরীক্ষানিরীক্ষা হয়েছে। কোনও সমস্যা হবে না।’
গোলাপি বলের প্রস্তুতকারী বিখ্যাত কোকাবুরা কোম্পানি। বলকে আরো উন্নত করার কথা জানিয়ে মুখপাত্র আরো বলেন, ‘কোকাবুরা প্রায় সাত বছর ধরে গোলাপি বলকে আরো উন্নতি করে আসছে। শেফিল্ড শিল্ডে আমরা দুটি মরশুম গোলাপি বলে খেলা হয়েছে।’
২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ