বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৯:৪৩:২২

রিভিউয়ের ভুল সিদ্ধান্তের রিভিউ করবে কে?

রিভিউয়ের ভুল সিদ্ধান্তের রিভিউ করবে কে?

স্পোর্টস ডেস্ক: শুধু ক্রিকেট নয় পৃথিবীর সকল খেলাতেই কিছু না কিছু ভুল হয়ে থাকে। ক্রিকেট খেলাও তারই অংশ। ক্রিকেট মাঠে আম্পিয়ারের ভুল সিদ্ধান্তে বলি হয়েছেন বহু খেলোয়াড়। মূলত মাঠে আম্পিয়ারের ভুল সিদ্ধান্ত থেকে ক্রিকেটকে সমালোচনার উদ্ধে রাখতে আইসিসি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) পদ্ধতি আবিষ্কার করে। এর ফলে মাঠে খেলোয়াড়েরা সহজেই আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেন। যদিও ক্রিকেট দুনিয়ায় এটি নিয়ে কম-বেশি বিতর্ক রয়েছে। এপ্রিলের এক তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ১৯ টেস্টে মোট ৮৯৯টি ডিয়ারএস পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে ১৭৯টি রিভিউ নেওয়া হয়েছে। আইসিসির মতে ৯৫.৬ ভাগ সিদ্ধান্তই সঠিক ছল। তবে তারা চাচ্ছে ৯৯.১ ভাগ সিদ্ধান্ত সঠিক হোক। কিন্তু পদ্ধতিটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হওয়ায় এর পক্ষে সমর্থনই বেশি। তবে এবার এই পদ্ধতির বিপক্ষে মুখ খুললেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। পাকিস্তানের বর্তমান কোচ ওয়াকার ইউনুস ডিআরএস পদ্ধতির বিপক্ষে ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বিশ্বাস করেন ক্রিকেটারদের হাতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ৫০ থেকে ৭৫ ভাগ বাড়ানো উচিৎ। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে ইউনুস বলেন, ‘আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্রিকেটারদের জন্য এই ৫০ ভাগ সিদ্ধান্ত নেওয়া ন্যায্য না। তাদের ৭০/৩০ বা ৭৫/২৫ ভাগ অধিকার থাকা উচিৎ তাদের আউটের ব্যাপারে কথা বলার। অনেক সময় যদি বল ২৫ ভাগ লাইনের বাইরে থাকে এবং ৪৯ ভাগ স্টাম্পকে আঘাত করার সম্ভাবনা না থাকে তখন ব্যাটসম্যানকে আউট দিয়ে দেওয়া হয়, আবার অনেক সময় ৫০ ভাগ আউট হওয়ার সম্ভাবনা থাকার পরেও আউট দেওয়া হয়না। তাই আমার মতে পুরো পদ্ধতিটি আবার বিবেচনা করা উচিৎ।’ পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ চলাকালে ডিয়ারএস পদ্ধতি ব্যবহার করা হলেও সেখানে হটস্পট ও স্নিকো মিটার ব্যবহার করা হয়নি কারণ সেক্ষেত্রে প্রতি ম্যাচে ৬০০০ পাউন্ড বেশি খরচ হবে। ইউনুস বলেন, ‘ডিয়ারএস পদ্ধতিতে খেলতে আমরা কিছু মনে করিনা কিন্তু গুরুত্বপূর্ণ সকল ব্যবস্থাগুলো এর সাথে যোগ করা উচিৎ যাতে সমালোচনা থেকে দূরে থাকা যায়।’ ইউনুসের মতে এই অসম্পূর্ণ পদ্ধতি ঠান্ডা মাথায় খেলতে বাঁধা দেয়। তিনি বলেন, ‘এভাবে আধা-আধি পদ্ধতি খেলায় মানা যায়না। হয় আপনি কিছুই রাখবেন না, না হয় পরিপূর্ণ পদ্ধতি চালু করুন। কিছু সিদ্ধান্ত বাজে দেখা যায় এবং তা নিয়ে সমালোচনা হয়। আমরা এমন অনেক সিদ্ধান্তের সাক্ষী, আমার মতে আইসিসির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। আমি এ বিষয়ে আইসিসিতে কথা বলেছি।’ তবে আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস জানান আম্পায়ার কল বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে। তিনি বলেন, ‘প্রযুক্তিগতভাবে উন্নয়ন চলছে। ডিয়ারএস পদ্ধতিতে কি কি সমস্যা হচ্ছে তা আইসিসি নির্ধারনের চেস্টা করছে।’ ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে