তাসকিনের গতি এবং মুস্তাফিজের কাটার নিয়ে বিশেষ পরিকল্পনা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের উদিয়মান প্রতিভার নাম মুস্তাফিজুর রহমান। যার কাটারে কেটে টুকরো টুকরো হয়ে সাজ ঘরে ফিরেছেন পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলের বাঘা বাঘা ব্যাটসম্যান। এই তিনটি দলের বিরুদ্ধে অবিস্বরণীয় সিরিজ জয়ের পেছনের ইতিহাসও তার হাত দিয়েই রচনা করেছে টাইগার শিবির। পক্ষান্তরে টাইগারদের গতির মানব তাসকিন আহমেদ ভারতের বিরুদ্ধে অভিষেক ওয়ানডেতেই নিজের জাত চিনিয়েছিল। তাই সামনে জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে এই দুই বোলারকে নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে।
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এসব জানান তাসকিন।
ভারত সিরিজে একবারই দুজন একসঙ্গে মাঠে নেমেছিলেন। এরপর তাসকিনের ইনজুরিও পিছু ছাড়ে না, একসঙ্গে খেলাও হয় না। তবে আসন্ন জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে সম্ভাবনাটা আরো বেগবান হচ্ছে। স্বপ্ন দেখছেন ভালো কিছু করার।
বললেন, ‘আমাদের জুটিটা ভালো জমবে বলেই আশা করছি আমি। মুস্তাফিজ আতঙ্ক স্রিস্তিকরবে ওর বৈচিত্র্য দিয়ে, আমি গতি দিয়ে। ব্যাটসম্যানরা যেন স্বস্তি না পায়। একপাশ থেকে আমি বাউন্সার ছুড়বো, আরেকপাশ থেকে মুস্তাফিজ কাটার মারবে।’
ভবিষ্যতে হাল ধরার ইচ্ছার কথাও জানালেন তাসকিন। বললেন, ‘দলে সবচেয়ে তরুণ বলতে আমি আর মুস্তাফিজ। আমরা চাই, ভবিষ্যতে যেন বাংলাদেশ দলের হাল ধরতে পারি। অনেকদিন একসঙ্গে অবদান রাখতে পারি।’
বলে রাখা ভালো মাঠের মতোই, বাইরেও দুজনে সম্পর্ক জমজমাট। একই বয়স; আন্তর্জাতিক ক্রিকেটেও নতুন দুজন।
২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ