বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১০:২১:২২

শচীন যেখানে ব্যর্থ

শচীন যেখানে ব্যর্থ

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারে ১০০টি শতকের মালিক। ভারতের লোকেরা মাথায় তুলে রাখবে এটাই স্বাভাবিক। কিন্তু এই ব্যক্তির ক্রিকেটের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুললেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার কপিল দেব। দুবাইয়ে কোভ বিচ ক্লাবের একটি অনুষ্ঠানে উপসস্থিত হয়েছিলেন কপিল। সেখানে তিনি বলেন, ‘সে(শচিন) জানতো না কিভাবে সেঞ্চুরিকে ২০০, ৩০০ বা ৪০০ বানাতে হয়। যদিও তার সেঞ্চুরি করার অনেক সামর্থ্য ছিলো। আমাকে ভুল বুঝোনা কিন্তু আমার ধারণা শচিন তার সামর্থ্যকে মূল্য দেয়নি। আমি সব সময় ভাবি যদি সে আরেকটু সময় উইকেটে থাকতো।’ ভারতের ক্রিকেট ইতিহাসে বীরেন্দর শেবাগের নামের পাশেও দুটি ডাবল সেঞ্চুরি লেখা আছে কিন্তু কিংবদন্তি শচিন পারেননি কখনো সেখানে যেতে। কপিল বলেন, ‘শচিন শুধু মুম্বাই ক্রিকেটেই আটকে ছিল। সে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে নির্মমভাবে উপস্থাপন করতে পারেনি। যেমনটা ছিলেন ভিভ রিচার্ড। ওর সেই সামর্থ্য আছে। ও কৌশলগতভাবে নিখুঁত ছিল। কিন্তু আমার মনে হয়েছে, ও শুধু মাঠে নিজের সেঞ্চুরির জন্য বেশি ভাবত। আমি তাকে বলতাম নিজের মতো করে খেলে উপভোগ করো, বীরেন্দর শেবাগের মতো খেলো। তাতে তুমি আরও ভালো ক্রিকেটারই হবে।’ এই অনুষ্ঠানে কপিল দেবের সাথে আরো উপস্থিত ছিলেন শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম আর ইয়ান বোথামের মতো তিন কিংবদন্তিরা, তারা পাশাপাশি বসে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের নিয়ে কথা বলেন। কপিল দেবের মতো ইয়ান বোথামও তার ভোট ভিভ রিচার্ডকেই দেন। তিনিও ভাবেন ভিভ অনেক বেশি মারকুটে ব্যাটসম্যান ছিলেন। ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে