প্রাথমিক দলে ডাক পাওয়া রাব্বির অবিশ্বাস্য পারফরমেন্স
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে জয়টা যেন অধরায় থাকতে চেয়েছিল। তবে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দেশটির গাউটাং স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুই উইকেটে জয় তুলে নিয়েছে সফরারীরা।
এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। জিম্বাবুয়ের সিরিজে ডাক পাওয়া কামরুল হাসান রাব্বি ও লেগস্পিনার জুবায়ের হোসেন লিখনের বোলিং তোপে মাত্র ১০০ রান তুলতেই গুটিয়ে যায় প্রোটিয়া ক্লাবটি।
রাব্বি ও জুবায়ের প্রত্যেকে চারটি করে উইকেট নিয়েছেন।
তবে ভুগতে হয়েছে বাংলাদেশকেও। মাত্র ১০১ রানের লক্ষ্যে খেলতে নেমেই আট উইকেট হারাতে হয় তাদেরকে। ৮১ রান তুলতেই হারিয়ে বসে আট উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। এছাড়া সৌম্য সরকার ২০ রান করেন।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে জিম্বাবুয়ে ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগেই বাংলাদেশে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ফিরে আসতে হচ্ছে সৌম্য-লিটন, আল-আমিন-রাব্বিসহ মোট ছয় ক্রিকেটারকে।
৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ