শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৯:৫৬:২২

মেসি ১৪, রোনালদো ৫

মেসি ১৪, রোনালদো ৫

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বে ক্ষুদে যাদুকর খ্যাত লিওনেল মেসি নাকি গতিমানব ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার? আসল উত্তরটা জানা যাবে আগামী বছরের ১১ই জানুয়ারি। তবে তার আগেই ফুটবলবোদ্ধারা ভবিষ্যদ্বাণী করেছেন। পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি'অর জিতবেন মেসি। আর ভোটের আগেই ভোটের খেলায় মেতে উঠেছেন ব্রাজিলের কোচরা। বর্ষসেরা ফুটবলার বেছে নিতে নিজেদের মধ্যেই ভোট গণনা করেছেন। ফুটবলপাগলের দেশ ব্রাজিলের সব ধরনের বিভাগীয় ২০ জন ফুটবল কোচের মধ্যে একটি ভোট গণনা হয়। যেখানে বার্সেলোনা ও আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি পেয়েছেন ১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাত্র ৫ জন ভোট দিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, যোগ্য প্রার্থী বিবেচনায় ব্রাজিলের কোচরা আপনজনকে ফেলে ভোট দিয়েছেন অন্যদের। ব্রাজিলের কোচদের নিয়ে ভোট সম্পাদন করা হলেও সেখানে ছিলেন না দেশটির বর্তমান সেরা স্ট্রাইকার ও অধিনায়ক নেইমার। বার্সেলোনা তারকাকে প্রার্থিতার বাইরে রেখে মেসি ও রোনালদোকে নিয়ে ভোট গণনা হয়। বিশ ভোটের মধ্যে আরেকটি ভোট মেসি বা রোনালদো কেউই পাননি। ব্রাজিল আর ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মানো মেনজেসের ভোটটি পাননি মেসি-রোনালদো। ২০১০-১২ সাল পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা মেনজেস এ দুই তারকার কাউকেই বেছে নেননি। সূত্র : গোলডটকম ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে