শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ১০:১৩:১২

বাংলাদেশকে অবাককরা সুখবর দিল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশকে অবাককরা সুখবর দিল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে অবাককরা সুখবর দিল দক্ষিণ আফ্রিকা। নিরাপত্তা শঙ্কার অজুহাত তুলে প্রোটিয়া নারী ক্রিকেট দল প্রথমে বাংলাদেশ সফর স্থগিত করেছিল। তবে, বিসিবির তৎপরতায় সেই সফরটিই সম্পন্ন করার জন্য আগামী ৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। এ সফরে তারা স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে ৩টি ওয়ানডে ও চারটি টি২০ ম্যাচ খেলবে। এ ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বৃহস্পতিবার প্রোটিয়া নারী দলের সফর সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রোটিয়া নারী ক্রিকেট দল আগামী ৩ নভেম্বর ঢাকায় পৌঁছে ওইদিনই কক্সবাজারের উদ্দেশ্য রওনা হবে। এরপর ৪ ও ৫ তারিখে অনুশীলনের পর ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। একই ভেন্যুতে ৮ ও ৯ তারিখে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে দল দুটি। এরপর একদিন বিশ্রাম দিয়ে ১২ নভেম্বর শুরু হবে টি২০ সিরিজ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৬ তারিখে। এরপর অতিথি দল দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।-ফোকাস বাংলা ৩০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে