শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ১০:৩৪:২৯

নিজ জেলা সত্ত্বেও কুমিল্লা দলের থিম সং না গেয়ে হিজরত করলেন আসিফ

নিজ জেলা সত্ত্বেও কুমিল্লা দলের থিম সং না গেয়ে হিজরত করলেন আসিফ

স্পোর্টস ডেস্ক : হিজরতের প্রসঙ্গ নিজেই পরিস্কার করেছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের থিম সং গেয়েছেন আসিফ আকবর। নিজ জেলা হওয়া সত্ত্বেও কুমিল্লার থিম সং গাননি তিনি। প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন আসিফ। পরে এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হওয়ায় এর জবাব দিয়েছেন আসিফ আকবর। নিজের ফেসবুকে আসিফ আকবর যা লিখেছেন তা নিচে তুলে ধরা হলো- আমি কোন মানসিক দ্বন্দ্বে থাকতে চাইনা। তাই বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর থিম সং’ টি আর করছিনা। ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ আমাকে থিম সং তৈরী করার যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। বরিশাল বুলস এর কোন আপত্তিও ছিলোনা, কিন্তু অনেক ভেবে দেখলাম এক দলের দু/তিনটি থিম সং হয়ে গেলে আকর্ষণ হারিয়ে যাবে। তাই হিজরতে বাধ্য হলাম। তাছাড়া বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। আরো আগে থেকেই আমি এই দলের সার্বিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, থিম সংটিও গেয়েছি ভিক্টোরিয়ান্সের প্রস্তাবনার আরো আগে। যারা কুমিল্লা’র থিম সং করেছেন তাদের কুমিল্লাবাসীর পক্ষ থেকে স্বাগতম। আমরা সবাই সঙ্গীত পরিবারের লোক । ফুয়াদ, মিলা, কৌশিক হোসেন তাপস আমার অত্যন্ত স্নেহের। নৈতিক কারণেই কুমিল্লার গানটি গাওয়া হলোনা। আশা করি ব্যাপারটি সবাই স্বাভাবিক ভাবেই নেবেন। কুমিল্লার কৃতি সন্তান, জেলার সদ্য সাবেক জাতীয় ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স যোগ্যতা থাকা সত্ত্বেও কোন দলে ডাক পায়নি। প্রথম শ্রেণি এবং ক্লাব ক্রিকেটে ডিকেন্স ড্যাশিং ক্রিকেটার। আমার উদ্যেগে বরিশাল বুল’স তাকে দলে ভিড়িয়েছে। সব মিলিয়ে আমরা ক্রীড়াসুলভ মানসিকতা বজায় রাখবো, এই আশাবাদ আমার। এই নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। জয় হোক বাংলাদেশের ক্রিকেটের, ক্রিকেট অনুরাগী ভক্তদের। ৩০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে