স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারবাহিনীর বিশাল জয়। দুই টাইগারের জাদুতে পাহাড়সম ব্যবধানে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এ দল রেকর্ডসৃষ্টি করে জয় তুলে নিল।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে এই জয়। সৌম্যদের কাছে ছিল যেন অধরা জয়। আর দুইজন বাংলাদেশি ক্রিকেটারের দুর্দান্ত দাপটে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
৫০ ওভারের ম্যাচে মাত্র ১০০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৩৩ ওভার ২ বলের বেশি উইকেটে থাকতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। রাব্বি ও যুবায়েরের জোড়া আক্রমণে ধস নামে দক্ষিণ আফ্রিকার শিবিরে।
দুইজনেই চারটি করে উইকেট পান। যুবায়ের মাত্র ১ ওভার ২ বল করে ৪টি উইকেট পান। তবে হ্যাটট্টিক বঞ্চিত হন তিনি। তবে এ দলের কম বলে ৪ উইকেট নেয়ার রেকর্ড করেন তিনি। বাংলাদেশ ব্যাট হাতে নেমে ২২ ওভারেই জয় তুলে নেয়।
তবে রনি তালুদার বরাবরের মত ব্যর্থ ছিলেন সেদিনও। ওপেনিংয়ে নেমে কোনো রান করেই আউট হয়ে ভয় দেখিয়েছিলেন তিনি। পরে জাতীয় লিগের সেই তারকা মোসাদ্দেকের ব্যাটই জয়ের পথে নিয়ে যায় বাংলাদেশকে। বাংলাদেশ এ দল টানা হারের মধ্যে ছিল। আর এ জয়ের মাধ্যমে এবার খানিকটা স্বস্তি পেল শুভাগতরা।
৩০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর