শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ১২:১২:০৯

যে কারণে মাঠে গড়াবে না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সেই ম্যাচ

 যে কারণে মাঠে গড়াবে না অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সেই ম্যাচ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মূল লড়াইয়ে অংশ নেয়ার আগে ট্যুর ম্যাচে মুখোমুখি হয়। এই ম্যাচের মত কোনো ম্যাচ আগে দেখেনি ক্রিকেটবিশ্ব। ৫০৩ রানের জুটি গড়েছেন দুই ক্রিকেট সেনা। ক্রিকেট বিশ্বের দৃষ্টিকাড়ে ম্যাচটি। বীরদর্পে ডাবল সেঞ্চুরি করেছেন দুই ওপেনার ব্যাটসম্যান। অসি ওপেনার অ্যারন ফিঞ্চ অপরাজিত থাকেন ২৮৮ রানে। তবে এখানেই থেমে থাকতে হবে তাকে। অন্যদিকে আরেক ওপেনার কার্টারস করেন ২০৯ রান। কার্টারস অবশ্য এ রান করার পরে হার মানেন। তৃতীয় ব্যাটসম্যান হিসাবে উইকেটে নামা হয়নি কারও। পিচের সমস্যার কারণে এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সিডনির এই স্টেডিয়ামের পিস নিয়ে অভিযোগ দুই দলের খেলোয়াড়দের। দ্বিতীয় দিনে লাঞ্চ আওয়ারের আগেই পরিত্যক্ত করা হয় এই টেস্ট। পরে অন্য স্টেডিয়ামের কথা বলা হলেও একই সিদ্ধান্তে আসতে পারেনি দুই পক্ষ। অসি ক্রিকেট বোর্ডের কর্মকর্তা শেন কেরি জানান, এক সপ্তাহের মধ্যে ঠিক করা হবে এই স্টেডিয়াম। এখন ম্যাককালামদের পছন্দের ভেন্যু ব্রিসবেরা ও ক্যানবেরা। প্রসঙ্গত, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে ৩টি টেস্ট ম্যাচ খেলবে। ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। আন-অফিসিয়াল ম্যাচে শুরুতেই যে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া তাতে আভাষ পাওয়া যায় যে, তরুণদের দল হলেও বেশ শক্তিশালী অসিরা। ৩০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে