নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, তালিকায় নাটকীয় রদবদল
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ক্রিমেট টিমের সদস্যরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এই লড়াইয়ের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে তালিকায় রয়েছে নাটকীয় রদবদল।
অস্ট্রেলিয়ার একাদশে রয়েছে নানা নাটকীয় ছড়াছড়ি রয়েছে। আপাতত দৃষ্টিতে মনে হয়, দল সাজানোয় উদ্ভট সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অসি ক্রিকেট বোর্ড রড মার্শ অবশ্য ব্যাখ্যা দিয়েছেন এভাবে দল সাজানোর।
ট্যুর ম্যাচে দুই ডাবল সেঞ্চুরিয়ার কার্টারস ও ফিঞ্চকে দেখা গেল না একাদশে। বাংলাদেশ সফরে অসি দলে থাকা ব্যানক্রফট ও শন মার্শকে রাখা হয়েছে দলের বাইরে।
এক সময় ছন্দ হারিয়ে ফেলা ওসমান খাজাকেও দেখা গেছে অসি একাদশে। রড মার্শ এ বিষয়ে বলেন, অসি ক্রিকেট বোর্ড অ্যাসেজ সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের বাইরে রাখে খাজাকে।
মার্শ জানান, ভারতের মাটিতে এ দলের হয়ে দারুণ পারফর্ম করেন ওসমান খাজা। আর এ কারণে তাকে সুযোগ দেয়া হয়েছে। ৫ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে দুই দেশ। এই টেস্টের জন্য দেখে নিন অসি টিমের সৈনিকদের
অস্ট্রেলিয়া দল : ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল জনসন, মিচেল স্টার্ক, পিটার সিডল ও নাথান লিয়ন। অসি টিমের দ্বাদশ ক্রিকেটার হিসাবে রয়েছেন তারকা বোলার জোস হ্যাজলউড।
৩০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�