শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৩:৪২:৪০

শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার ইংলিশ শিবিরে বিপদ

শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার ইংলিশ শিবিরে বিপদ

স্পোর্টস ডেস্ক : অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে ইংলিশ শিবিরে। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের সারজায় তৃতীয় ও শেষ টেস্ট খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগে প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয় দুই পক্ষের সমান দাপটে। পরে দ্বিতীয় টেস্টে ইয়াসিরকে দলে নেয়ায় জয় পা পাকিস্তান। ইয়াসির শাহ দলে ফেরায় নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দুর্দান্ত ক্রিকেটে উপহার দিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচটির পরে ইয়াসির বন্দনায় মেতে ওঠে বিশ্বমিডিয়া। পাকিস্তান ১-০ তে এগিয়ে রয়েছে সিরিজে। পাকিস্তানের রয়েছে সিরিজ বাঁচানোর স্বপ্ন। অন্যদিকে মর্যাদা রক্ষার জন্য লড়বে ইংল্যান্ড। তবে দুই দেশের এই লড়াই শুরু আগে একটি অঘটন ঘটে গেল ইংল্যান্ড শিবিরে। আর সেটি হলো দেশটির তারকা ক্রিকেটার পায়ের গোড়ালিতে চোট পেয়ে আহত হয়েছেন। সারজায় দুই পক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামা হবে না তার। ধুবাই টেস্টে ৫ উইকেট শিকার করা মার্ক উডকে এবার থাকতে হবে দলের বাইরে। মার্ক উডের পরিবর্তে স্মিথ প্যাটেলকে নেয়া হবে দলে। প্যাটেল এর আগে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি হলেন স্পিনার। ইংল্যান্ডের কোচ ট্রেবর বেসিস জানান, আমরা সারজা টেস্টে ৩ স্পিনার নিয়ে খেলার কথা ভাবছি। প্রসঙ্গত, ১ নভেম্বর শেষ তথা সিরিজের ফলাফল নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই পক্ষ। ৩০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে