মিসবাহকে পিসিবির একটা অনুরোধ
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। একদিকে দলীয় দায়িত্ব অন্যদিকে ব্যক্তিগত ক্রিকেটটা একই সাথে ভালোই চালিয়ে যেতে পারেন তিনি। পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার পথে রয়েছেন মিসবাহ।
মিসবাহর নেতৃত্বে টেস্টে চমক দেখাচ্ছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে জয় পেলে আইসিসি র্যাঙ্কিংয়ে চমক সৃষ্টি করবে এই টিম। তবে এই যাত্রায় খানিকটা এগিয়ে দ্বিতীয় টেস্ট জিতে নেয়া পাকিস্তান।
এক চল্লিশ বছর বয়সী মিসবাহ চাচ্ছেন অবসরে যেতে। অন্যদিকে পিসিবি চাচ্ছে তাকে আরো ধরে রাখতে। মিসবাহর প্রতি পাকিস্তানের ক্রিকেট বোর্ড সভাপতি শাহরিয়ার খান অনুরোধ জানিয়েছেন যে, অন্তত আরো একটা বছর ক্রিকেট খেলে যেতে।
শাহরিয়ার খান বলেন, ইংল্যান্ড পর্ব শেষে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলব। সেখানে মিসবাহর মত ক্রিকেটার দরকার হবে আমাদের। ও না থাকলে আমরা ওকে মিস করব।
উল্লেখ্য, পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকের বিশেষ গুন এটাই যে, দলের দায়িত্ব থাকার পরেও ব্যক্তিগতভাবে পারফর্ম ধরে রাখতে পারেন। যেটি অনেকেই পারেন না। এ বিবেচনায় একজন পারফেক্ট অধিনায়ক পাকিস্তানের ক্রিকেটার মিসবাহ উল হক।
৩০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর