আইপিএল নিলামে নেই ধোনি
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেন্নাই সুপার কিংস দু-বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। তাহলে চেন্নাই সুপার কিংসয়ের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির কি হবে? ক্রিকেটমহলে এমনি জল্পনা কল্পনা চলছিলো। তবে সব জল্পনায় জল ঢেলে, ধোনি নিজেই জানিয়েছেন, আগামী আইপিএলে অন্য দলের হয়ে তিনি খেলবেন।
নবম ও দশম আইপিএল নিলামে উঠছেন না মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএল খেলা আটকাছে না মাহির। ১০ জনের বিশেষ পুলে রাখা হয়েছে নির্বাসিত ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকে।
নবম ও দশম আইপিএল নিলামে উঠছেন না মহেন্দ্র সিং ধোনি৷তবে আইপিএল খেলা আটকাছে না মাহির৷ ১০ জনের বিশেষ পুলে রাখা হয়েছে নির্বাসিত ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকে৷
ফ্র্যাঞ্চাইজি দায়ে আইপিএল নাইন ও টেন থেকে নির্বাসিত চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস৷ সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিটি এই দু’টি ফ্র্যাঞ্চাইজিকে দু’ বছরের নির্বাসন দেয়৷
বোর্ডও লোধা কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানায়৷ফলে নবম ও দশম আইপিএল চেন্নাই ও রাজস্থান থেকে নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র ঘোষণা করে বিসিসিআই৷
বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজি গুলির সঙ্গে বোর্ডের মিটিংয়ে নির্বাসিত চেন্নাই ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজির মোট ১০ জন ক্রিকেটারের জন্য একটি বিশেষ পুল তৈরি করা হয়৷
যে পুলে ধোনি ছাড়াও রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না এবং রাজস্থান রয়্যালসের অজিঙ্ক রাহানে, মোহিত শর্মা এবং শেন ওয়াটসন৷
এছাড়াও রয়েছেন আরও তিন ক্রিকেটার৷এই ১০ ক্রিকেটারকে কিনতে পারবে কেবলমাত্র নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি৷বাকি ক্রিকেটারেদর নিলামে তোলা হবে৷
৩০ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস