শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৭:৩০:৩২

নিজেকে পুরোপুরি ফিট দাবি করছেন তাসকিন

নিজেকে পুরোপুরি ফিট দাবি করছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক: গত বছর অভিষেক হওয়া তাসকিন আহমেদের। অভিষেকের পর থেকে ঘন ঘন ইনজুরিতে পড়তে হয়েছে তরুণ এই পেসারকে। ভারতের বিপক্ষে হোম সিরিজের সময় ইনজুরিতে পড়েছিলেন এই ডান-হাতি পেসার। এরপর সুস্থ হয়ে এ দলের সঙ্গে ভারত সফরে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ফিট হয়ে যাওয়ায় ১৮ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য নিজেকেও পুরোপুরি ফিট দাবি করছেন তাসকিন। কাল অনুশীলন শেষে তিনি বলেন, এখন আমার কোনো সমস্যা নেই। আজকে (কাল) বোলিং করে বুঝলাম যে, পুরো গতিই আছে। সব ঠিকঠাক। বোলিং করে কোনো অভিযোগ করিনি ফিজিওর কাছে। আশা করছি, দুএকদিন এভাবে বোলিং করতে পারলে আত্মবিশ্বাসও পুরোপুরি ফিরে পাব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রত্যেক ম্যাচকেও বড় হিসেবে দেখছেন তিনি। তাসকিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সিরিজই বড়, জিম্বাবুয়ে হোক আর অস্ট্রেলিয়া। সুযোগ পেলে ভালো কিছু করতে চাই। তিনি বলেন, একটা সিরিজ যে কোনো দলেই খারাপ যেতে পারে। তাতেই ওরা খারাপ দল হয়ে যাচ্ছে না। জিম্বাবুয়ে ভালো দল। ছোট করে দেখার কিছু নেই। জিততে হলে সবার সেরাটা খেলেই জিততে হবে। ৩০ অক্টোবের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে