স্পোর্টস ডেস্ক: অধিনায়ক ক্লার্কের বিদায়, এছাড়া বেশ কয়েক জন অভিজ্ঞ খেলোয়াড়কে বিশ্রামে রেখে একেবারি নতুন একটি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। বলতে গেলে ১৫ সদস্যের ভাঙ্গা-চোরা একটি দল ঘোষনা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আর দুর্বল সফরকারীদের বিপক্ষে সাফল্যের আশায় অনেকটা মরিয়া বাংলাদেশে দলের টেস্ট দলের অধিনায় মুশফিকুর রহিম। তার মতে, 'অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে বড় সুযোগ আর হয় না। অবশ্যই চেষ্টা থাকবে দুটি টেস্টেই ভালো কিছু করার।'
বাংলাদেশ সিরিজে সফরকারীদের বেশির ভাগই নতুন। তাই বলে টাইগারদের জেতার সম্ভবনা বেশি। এর জবাবে টাইগার মুশফিক বলেন 'এমন নয় যে তরুণ দল এলেই আমাদের কাছে হারবে। ভারত ও দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ক্রিকেটাররাই তো এসেছিল। তবু আমাদের কাছে হেরেছে। মূল ব্যাপার হলো আমরা ভালো ক্রিকেট খেলছিলাম এবং ধারাবাহিক ছিলাম, এ জন্যই জিতেছিলাম। আমাদের মূল লক্ষ্য থাকবে আমরা কী করতে পারি।'
সেই লক্ষ্য নিয়ে মাঠে নামার সময় তিনি এটাও ভুলে যেতে চান না, 'ওদের দুজন নতুন (ক্যামেরন ব্যানক্রফট ও অ্যান্ড্রু ফেকে) ক্রিকেটার দলে এসেছে, যাদের বিষয়ে তেমন ধারণা নেই। তবে এখনো অনেক সময় আছে। আমরা জেনে নিতে পারব। যদিও তরুণ দল কিন্তু দলটি অস্ট্রেলিয়া। আমাদের সেটি ভুলে গেলে চলবে না। আশা করি ভালো একটি সিরিজই হবে।' সম্ভাব্য জমজমাট সিরিজ থেকে প্রাপ্তির ভাঁড়ার ভরার একটি ঘোষণাও সেদিন দিয়ে রেখেছেন হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে। তিনি বলে রেখেছেন, এই সিরিজে বাংলাদেশ এমন কিছু করে বসতে পারে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে কখনো করেনি। চলতি বছর প্রায় প্রতিটি হোম সিরিজের আগেই হাতুরাসিংহের মুখে এমন আগাম ঘোষণা গেছে। এবং তা ঠিক ঠিক ঘটেছেও। সে প্রসঙ্গ তুলতেই মুশফিক স্মিত হাস্যে বললেন, 'কোচের কথা এবারও লেগে গেলে তো ভালো। তবে সাহসটা উনি এ কারণেই পাচ্ছেন যে তাঁর অধীনে থাকা ছেলেরা খুব ভালো খেলছে। আমরা ভালো খেলছি বলেই সারা দেশে এমন প্রত্যাশাও তৈরি হয়েছে যে যারাই আমাদের এখানে খেলতে আসবে, তাদেরই হারাব। আমাদেরও সেটি মাথায় আছে। আমরাও চেষ্টা করব। যদিও কাজটি সহজ হবে না অবশ্যই।'
সহজ মনে করছেন না অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়নকে সামলানোর বিষয়টিও। অবশ্য তাঁকে নিষ্ক্রিয় করে রাখার ছকও আছে, 'স্পিনে অস্ট্রেলিয়া দুর্বল নয়। তাদের দলে রয়েছেন লিয়নের মতো স্পিনার। তবে হতাশ নয় মুশফিক। তার ঠিকই জানা আছে সেই কৌশল। যেভাবে আফ্রিকা সিরিজে তাদের স্পিনার ইমরান তাহিরকে বদ করেছিলেন ঠিক সেই পথ অবলম্ভবন করবেন তারা।
স্টিভ ওয়াহ কিংবা রিকি পন্টিংয়ের সর্বজয়ী অস্ট্রেলিয়া দলেরও উপমহাদেশের টার্নিং উইকেটে ভালো মানের স্পিনের বিপক্ষে ভুগে যাওয়ার ইতিহাস আছে। এ জন্যই হাতুরাসিংহে টার্নিং উইকেটে খেলার ইচ্ছের কথা বলেছেন। দল সে পরিকল্পনা মেনেই এগোচ্ছে কি না, এমন প্রশ্নে অবশ্য কিছুই প্রকাশ করতে চাইলেন না মুশফিক, 'পরিকল্পনা একটা তো অবশ্যই আছে। কিন্তু আমি সেটি খোলাসা করতে চাই না।' তবে উইকেটের চেয়ে ভালো খেলার দিকেই জোর বেশি দিচ্ছেন টেস্ট অধিনায়ক, 'উইকেটের সহায়তা যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে এত দিনে দল হিসেবে আরো ওপরে থাকতাম আমরা। শেষ কথা হলো, আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে।' এই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়-চিন্তাকে বাস্তবসম্মত বলেই মনে হয়েছে মুশফিকের, 'জয় কেন সম্ভব নয়? এখানে আবেগের কিছু নেই। ২০০৬ সালে (ফতুল্লা টেস্টে) ওদের যে দল ছিল, সেটি সর্বকালের সেরা দলের একটি। সেই দলের বিপক্ষে এত কাছে গিয়ে হারলে এই দলকে হারাতে পারব না কেন?' তথ্যসূত্র- কালের কন্ঠ
১৫ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু