ভারতে পেসারের অভাবের জন্য দায়ী পিচ : ব্রেট লি
স্পোর্টস ডেস্ক : ঘণ্টায় ১৪০-এর ওপর বা ১৫০ কিলোমিটার বেগে বল করলে নাকি লাইন-লেংথের ওপর নিয়ন্ত্রণ রাখা যায় না! ভারতীয় জোরে বোলারদের নিয়ে এমন মন্তব্য মাঝেমাঝেই শোনা যায়৷ তাই তো উমেশ যাদব, বরুণ অ্যারনদের অনেক সময়ই প্রথম এগারোর বাইরে বসতে হয়৷ গতি বেশি হলে লাইন-লেংথের ওপর নিয়ন্ত্রণ থাকে না, এ যুক্তি কিন্তু মানতে নারাজ ব্রেট লি৷
তার সাফ কথা, ‘১৪০ বা ১৫০ কিমি বেগেও বল ঠিক জায়গায় রাখা যায়৷ আসল কথা হচ্ছে, অনুশীলন আর কঠোর পরিশ্রম৷ ঠিকমতো পরিশ্রম করলেই লাইন-লেংথের ওপর নিয়ন্ত্রণ আসবে৷ ভারত থেকে যদি সত্যিকারের কোনও জোরে বোলার উঠে আসে, যে স্রেফ গতি দিয়ে বিপক্ষ ব্যাটসম্যানদের কাত করে দিতে পারবে, খুব ভাল লাগবে৷’
ভারতে জোরে বোলারের অভাবের জন্য পিচের চরিত্রকে দায়ী করছেন সাবেক এই অসি পেসার৷ বলেন, ‘ভাল পেসার তৈরি করার জন্য ভাল উইকেট দরকার৷ ভারতের বেশিরভাগ উইকেটই পেস সহায়ক নয়৷ উইকেট থেকে সাহায্য পেলে তরুণরা বাড়তি উৎসাহ পাবে৷ বড় হয়ে ভাল পেসার হতে চাইবে৷’
৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস
�