স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর হামলার পর থেকে গত তিন বছর ধরে দেশটিতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে অবশ্য বাংলাদেশ দলকে সফরকারী করতে কম তদবির করেনি দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে তা বারবারই ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ বোর্ড।
২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তাবিত পাকিস্তান সফরটি বাতিল হওয়ার পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে পিসিবি। বিপিএলের দ্বিতীয় আসরটি খেলোয়াড় আসতে দিবে বলেও শেষ মুর্হুতে অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবার বিপিএলের তৃতীয় আসরকে কেন্দ্র করেও নতুন ঘটনার উদ্ভব দিতে পারে পাকিস্তান বোর্ড। তার কারণ বাংলাদেশ নারী ক্রিকেট দলের সম্ভাব্য সফরটার প্রভাব ফেলতে পারে পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএলে অংশ গ্রহনের ব্যপারটা।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর একটি সূত্র জানিয়েছে, পিসিবি এখনো এবারের বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের পাঠানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি। তারা অপেক্ষায় আছে বাংলাদেশের নারী দলের পাকিস্তান সফর হয় কি না হয় সেটি নিয়ে। তার ভিত্তিতেই কোন একটা সিদ্ধান্ত পিসিবি নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদি নারী দলকে পাকিস্তানে না পাঠায় তবে আবারো পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএলে আসার পথ বন্ধ করে দিতে পারে পিসিবি।
কিছুদিন আগেই বিসিবির একটি পর্যবেক্ষক দল পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে এসে সন্তোষ প্রকাশ করেছিলেন। অন্যদিকে গত শনিবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান আশা প্রকাশ করেছিলেন যে এবারের বিপিএলে তিনি আশা করছেন পাকিস্তানী খেলোয়াড়রা বিপিএলে অংশ নিতে বাংলাদেশে আসবে।তথ্যসূত্রঃ জি নিউজ
১৫ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু