শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ১০:২২:৫০

অসুস্থ শিশিরকে রেখে বাংলাদেশে সাকিব, প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি

অসুস্থ শিশিরকে রেখে বাংলাদেশে সাকিব, প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি

স্পোর্টস ডেস্ক: সন্তানসম্ভবা অসুস্থ স্ত্রীর খারাপ মুহূর্তটাকে কিছুটা হলেও প্রাণবন্ত করতে কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমেরিকা গিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দলের প্রতি তার দায়িত্বের কথা মাথায় রেখে জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষ্যে শুক্রবার রাতে বাংলাদেশ ফিরেন দেশ সেরা এই অলরাউন্ডার। তার এমন নজির দেখে সিরিজ শুরুর আগেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাকিবকে দিচ্ছেন বড় একটা স্বীকৃতি, 'গ্রেট ক্রিকেটার হিসেবে সাকিবকে সবাই মনে রাখবে। আর এ অবস্থায় ওর ফেরাটা দলের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে।' চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন নভেম্বরের তৃতীয় সপ্তাহে সাকিব-শিশির পরিবারে আসবে নতুন অতিথি। কিন্তু এ গুরুত্বপূর্ণ মুর্হুতেও সাকিব চলে এলেন দেশের কথা চিন্তা করে। পরিবারের বিপদের সময়ে তাদের পাশে থাকার অনুমতি প্রায় সব খেলোয়াড়ই পেয়ে থাকেন। আর তাই স্ত্রীর বিপদের মুহূর্তে সাকিব ছুটি নিয়েছিলেন। অবশ্য যাওয়ার আগেই বলে গিয়েছিলেন যে, জিম্বাবুয়ে সিরিজের সূচি হলে যেন জানানো হয় তাঁকে। তাহলে সেভাবে দেশে ফেরার ফ্লাইট ধরবেন তিনি। সাকিবের বাংলাদেশ সফর নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোন জোরাজুরির খবর নেই। বরং সাকিবকে ৩ নভেম্বরের অনুশীলনে দলে পেলেই নাকি খুশি কোচ চন্দিকা হাতুরাসিংহে। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে