শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ১০:৪১:১৫

চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বাংলাদেশের অনেক বড় বড় অর্জন রয়েছে। এবার একটি বড় অর্জন এসেছে ফুটবলে। চট্টগ্রাম আবাহনি কলকাতা ইস্ট বেঙ্গলকে উড়িয়ে দিয়েছে। এই খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট-২০১৫ এ কলকাতা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের জন্য চট্টগ্রাম আবাহনীর প্রত্যেক খেলোয়াড়দের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রী সবাইকে ১ লাখ করে টাকা দিবেন। আসরের ফাইনালে চট্টগ্রাম আবাহনী কলকাতা ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে পরাজিত করে। চট্টগ্রাম আবহানীর হয়ে দলের হয়ে জোড়া গোল করেছেন এলিটা কিংসলে। আর অন্য গোলটি আসে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের পা থেকে। ম্যাচ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয়ী দলকে ম্যাচ শেষে পুরস্কার প্রদানের কাজে অংশ নেন। এরপরে শুক্রবার রাতে তিনি ওই পুরস্কার দেয়ার ঘোষণা দেন। ৩১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে