মেসি ইংরেজি শিখছেন, কিন্তু কেন?
স্পোর্টস ডেস্ক: ফুটবল তারকা লিওনেল মেসির জন্ম আর্জেন্টিনায় হলেও ছোটবেলাটা কেটেছে তার স্পেনে। ফলে শৈশবকাল থেকেই স্প্যানিশ ভাষাটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার অন্তরঙ্গে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মেসির সুপরিচিত থাকলেও, ইংরেজি ভাষায় খুব একটা পারদর্শী নন তিনি। তবে মজার ব্যাপার হল এখন তিনি শিখতে শুরু করেছেন ইংরেজি ভাষা।
যে কাজটা দীর্ঘ ২৮ বছর করেননি বার্সার এই তারকা সেটা এখন কেন করতে যাচ্ছেন? আর এই নিয়ে বিশ্ব সংবাদ মাধ্যমেরও মাতামাতি কম লক্ষ্য করা যাচ্ছেনা।
খুব ঘটা করে শোনা যাচ্ছে মেসির এই ইংরেজি শিক্ষার পেছনে নাকি রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বার্সেলোনা ছেড়ে ইংল্যান্ডের কোন ক্লাবে পাড়ি জমাতে পারেন বার্সার এই প্রাণভোমরা। এমন শংকার কথাই জানিয়েছেন স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ ও সাংবাদিক গুইলেম বালাগুয়ে। ছাড়ার গুঞ্জনের পর থেকেই মেসিকে পেতে মুখিয়ে আছে ইংল্যান্ডের দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটি। এর পেছনে প্রভাবক হিসাবে কাজ করছেন সার্জিও অ্যাগুয়েরো।
ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগুয়ে বলেছেন, ‘সার্জিও অ্যাগুয়েরো ও সেস ফ্যাব্রিগাসের কাছ থেকে ইংল্যান্ড ও প্রিমিয়ার লিগের গুণাবলী ও সৌন্দর্য সম্পর্কে শুনেছেন মেসি। যাতে বেশ আকর্ষণ বেড়েছে মেসির। নতুন চ্যালেঞ্জ নেয়ার প্রবণতা ভর করতে পারে তার মধ্যে।’ তিনি আরও বলেছেন, ‘সে (মেসি) ক্রমেই পরিণত হচ্ছে। সে নিজেকে ইংল্যান্ডের ফুটবল লিগে কল্পনা করতেই পারে। এ কারণেই সে ইংরেজি শিখছেন, যদি কাজে লেগে যায়। সম্ভাবনা কাজে লাগানোর জন্যই সে প্রস্তুত হচ্ছেন।’
প্রসঙ্গত, ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগুয়ে এর আগেও বার্সার অনেক গোপন তথ্য গণমাধ্যমে প্রকাশ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
সূত্র : মেট্রো
৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর