শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ১২:০৬:২২

ইচ্ছে করলে সাকিবের সঙ্গে দেখা করতে পারবেন আপনিও

ইচ্ছে করলে সাকিবের সঙ্গে দেখা করতে পারবেন আপনিও

স্পোর্টস ডেস্ক: বিশ্ব অলরাউন্ডারের তালিকায় শীর্ষে থাকা বাংলাদেশ দলের প্রাণভোমরা সাকিব আল হাসানকে এক পলক দেখার জন্য কিংবা তার খেলা সরাসরি দেখার জন্য মুখিয়ে থাকেন হাজার হাজার ভক্ত-সমর্থক। তবে এবার ইচ্ছে করলেই ভক্তরা সাকিবের সঙ্গে দেখা করতে পারবেন। সাকিবের সঙ্গে দেখা করার সে সুযোগটা করে দিচ্ছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি। রবির এক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার অনন্য এক সুযোগ পাওয়া যাবে। এসএমএস (ম্যাসেজ) এবং ওয়াপ (ওয়ারল্যাস অ্যাপ্লিকেশন প্রটোকল) ডাউনলোড ভিত্তিক প্রতিযোগিতাটি চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। এছাড়া ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ৩৫ হাজার পয়েন্টের লক্ষ্যমাত্রায় পৌঁছে রবি গ্রাহকরা জিতে নিতে পারেন দু’টি নতুন আইফোন সিক্স এস (একটি এসএমএস ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং অপরটি ওয়াপ ডাউনলোড ভিত্তিক প্রতিযোগিতার ভিত্তিতে)। রবি সংযোগের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করার সঙ্গে সঙ্গে হ্যান্ডসেট বিজয়ী এবং অন্যান্য প্রতিযোগীদের তা জানানো হবে বলে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ হাজার পয়েন্ট অর্জনকারী সব প্রতিযোগীই (এসএমএস ও ওয়াপ-ভিত্তিক প্রতিযোগিতার) সাকিবের সঙ্গে দেখা করে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। তুলতে পারবেন সাকিবের সঙ্গে সেলফিও। ‘সেলিব্রেটি টুইট’ সার্ভিসে নিবন্ধন করে রবি গ্রাহকরা এসএমএস ভিত্তিক ক্যাম্পেইনে অংশ নিতে এবং প্রতিদিন সাকিব আল হাসানের আপডেট পাবেন। নতুন ও পুরনো সব গ্রাহকই এ ক্যাম্পেইনের আওতাভুক্ত। আগ্রহী নতুন গ্রাহকরা START SH লিখে ৩৩৩৩ নম্বরে এসএমএস করে সেবাটি পেতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের ওপর ভিত্তি করে প্রতিযোগিতার জন্য নির্দেশনা এবং নৈর্ব্যত্তিক উত্তরসহ সাকিব আল হাসান সম্পর্কিত একটি প্রশ্ন পাঠানো হবে। রবি গ্রাহকদের ১ বা ২ লিখে ৩৩৩৩ নম্বরে প্রশ্নের উত্তর পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের মূল্য হবে ২.৩৭ টাকা (সম্পূরক শুল্ক ও ভ্যাটসহ)। প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ পয়েন্ট পাবেন গ্রাহকরা। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ পয়েন্ট কাটা হবে। কুইজে অংশগ্রহণকারীর অবস্থান জানতে SCORE লিখে ৩৩৩৩ নম্বরে এসএমএস পাঠাতে হবে। নিবন্ধিত অংশগ্রহণকারী যেকোনো সময় এ সেবা বন্ধ করতে STOP SH লিখে ৩৩৩৩ নম্বরে এসএমএস পাঠাতে বা *৩৩৩৩*১৫২# ডায়াল করতে পারবেন। ওয়াপ ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে রবি গ্রাহকদের ওয়াপ ভিত্তিক কনটেন্ট সেবা মোবিমজায় নিবন্ধন করতে হবে। আগ্রহী নতুন গ্রাহকরা www.mobimoja.com ওয়েবসাইটে নিবন্ধন বা START MOBIMOJA লিখে ৩৩৩৩ নম্বরে এসএমএস করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তারা ইউএসএসডি কোড *৩৩৩৩*৪১১# ডায়াল করেও নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন, সেবাটি নতুন করে চালু ও কনটেন্ট ডাউনলোডের ওপরও পয়েন্ট পাবেন প্রতিযোগীরা। নিবন্ধন এবং প্রতিদিন স্বয়ংক্রিয় নবায়নের পর প্রথম ৫টি কনটেন্ট ডাউনলোডের মূল্য হবে ২ দশমিক ৩৭ টাকা (সম্পূরক শুল্ক এবং ভ্যাটসহ)। সাবস্ক্রিপশন করা এবং প্রতিদিন নবায়নের জন্য ২ দশমিক ৩৭ পয়েন্ট পাবেন গ্রাহকরা। প্রথম ৫টির পর ষষ্ঠ কনটেন্ট থেকে ডাউনলোডের জন্য মডেল ও ট্যারিফ টেবিল অনুযায়ী চার্জ প্রযোজ্য এবং সমপরিমাণ পয়েন্ট যোগ হবে। http://mobimoja.com/SubHistory.php ওয়েবসাইট ভিজিট করে ক্যাম্পেইনের বিস্তারিত জানতে তথ্য জানা যাবে। সূত্র : কালের কন্ঠ ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে