মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৫:৪৬

আফ্রিদির পর হাফিজকে নোটিশ ​

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বিরুদ্ধে অভিযোগ এনেছে দেশটির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার তার বিরুদ্ধে এ নোটিশ জারি করা হয়েছে বলে সেদেশের একটি গণমাধ্যম।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি এ ডাশিং ওপেনারের বিরুদ্ধে প্রায় ৪৯ লাখ রুপির অভিযোগ আনে দেশটির রাজস্ব বিভাগ। এর আগে তিনি আয়কর পরিশোধের সময় চেয়ে আবেদন করেন। আবেদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশটির রাজস্ব বোর্ড মঙ্গলবার তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

এর আগে পাকিস্তান সাবেক অধিনায়ক ইউনিস খান ও শহীদ আফ্রিদিসহ চার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব বোর্ড। ফলে এই চার ক্রিকেটারকে আয়কর ফাঁকির নোটিশ দেয়া হয়েছে।
১৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে