শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০১:৩০:১৫

আসিফের সেই সুখবরে পাকিস্তান ক্রিকেটে আনন্দের ছড়াছড়ি

আসিফের সেই সুখবরে পাকিস্তান ক্রিকেটে আনন্দের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক: গত ৩ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় ৩০ বছর বয়সী বেলাল আসিফের। অভিষেকের পরের ম্যাচেই বাজিমাত। ব্যাটে বলে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন পাকিস্তানি এই স্পিনার। বিশ্ব ক্রিকেট বোদ্ধাদের আর বুঝতে বাকি থাকেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড এক অমূল্য রত্নকে তাদের দলে ভিড়িয়েছেন। কিন্তু দুই ম্যাচ যেতে না যেতে চরম হতাশা এবং উদ্বেগের খবর শুনতে হলো আসিফকে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত করা হয় তাকে। ম্যাচ অফিশিয়ালরা তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট দেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই আইসিসি আসিফকে ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয়। গত ১৯ অক্টোবর ভারতের চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন পাকিস্তানি এই ডানহাতি অফস্পিনার। পরীক্ষায় আসিফের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে। আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, বোলিং করার সময় নিজের কনুই বাঁকানোর ব্যাপারটি ১৫ ডিগ্রির মধ্যেই রাখছেন আসিফ। আর আইনসিদ্ধ এই মাত্রার মধ্যে রাখতে পারার কারণেই তার বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসি কতৃক আসিফের বোলিং বৈধ ঘোষণার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে তার আর কোনো বাধা রইল না। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার থেকে শুরু হতে যাওয়া শারজা টেস্টে খেলার সুযোগ পেতে পারেন প্রতিভাবান এই স্পিনার। পেসার ইমরান খান কনুইয়ের ইনজুরির কারণে তৃতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন। স্ট্যান্ডবাই থাকা ইমরান খানের পজিশনে খেলতে পারেন আসিফ। ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে