শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৩:৩১:২৫

দিলশান আসলে কার, চট্টগ্রাম নাকি রংপুরের?

দিলশান আসলে কার, চট্টগ্রাম নাকি রংপুরের?

স্পোর্টস ডেস্ক: নানা চড়াই-উৎরাই আর জল ঘোলার পর অবশেষে ২২ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ ঘরোয়া প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। কিন্তু গত দুই আসরের মত বিপিএলের এই আসরে এসেও বিপাকে পড়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তৃতীয় আসর উপলক্ষ্যে খেলোয়াড় নিলাম শেষ হলেও এখন পর্যন্ত তারা সুরহা করতে পারেনি শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার তিলকারত্নে দিলশান কোন দলের হয়ে বিপিএল খেলবেন। যেখানে বাদ বাকি অন্য দেশের তারকা খেলোয়াড়রা দল পেয়ে মনস্থির করে নিয়েছেন খেলার ব্যাপারে। সেখানে গত আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে মাঠ কাঁপানো দিলশান রয়েছেন বড় ধরনের বিপাকে। তাকে নিয়ে চট্টগ্রাম ভাইকিংস দাবি করছে দিলশান তাদের হয়ে খেলবেন। আর অন্যদিকে রংপুর রাইডার্স দাবি করছে তিনি রংপুরের হয়ে খেলবেন। আর এ নিয়ে বিপিএল কর্মকর্তারা বলছেন, ‘দিলশান ভুল করে মনে করেছেন ওই অ্যামাউন্ট তাকে বকেয়া পরিশোধ হিসেবে দেয়া হয়েছে। কারণ, দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন দল ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে খেলেছিলেন দিলশান। তখন দলটির সঙ্গে তার ৭৫ হাজার ডলারের চুক্তি ছিল। এ কারণেই তিনি রংপুর রাইডার্সের হয়ে কথাকার্তা বলতে শুরু করেন।’ বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেছেন, ‘চিটাগাং ভাইকিংস যদি পারস্পরিকভাবে এই বিষয়টির সমাধান না করে তাহলে বিপিএলে দিলশানের খেলার সম্ভাবনা খুবই কম।’ এখন দেখার বিষয় শ্রীলঙ্কান এ গ্রেট তারকা আসলে কার হয়ে এবার বিপিএল মাতাবেন। নাকি তার বিপিএলে আসরটাই ফিকে হয়ে যাবে? ৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে