বিপিএল তৃতীয় আসরের লোগো উম্মোচন, স্পন্সর হলো কে?
স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে বাংলাদেশ ঘরোয়া প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম আসরে টাইটেল স্পন্সর হয়েছিল ডেসটিনি লিমিটেড ও বৈশাখী টিভি। এর পরের আসর অর্থাৎ ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আসরটির টাইটেল স্পন্সর হয় প্রাইম ব্যাংক লিমিটেড। এর ধারাবাহিকতায় এবার বিপিএল তৃতীয় আসরে যুক্ত হলো বিআরবি কেবলস।
শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিক ভাবে আসন্ন বিপিএলের তৃতীয় আসরের লোগো উম্মোচন এবং বিআরবি কেবলসের সাথে স্পন্সর চুক্তি পত্র সই অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে, ‘বিআরবি বিপিএল টি-টোয়েন্টি’।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি কেবলসের পরিচালক মেজবাহুর রহমান, বিসিবির পরিচালক জালাল ইউনুস ও বিপিএলের ইভেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মাত্রা-আরডেন্ট-এর সানাউল আরেফিন।
লোগো উন্মোচন অনুষ্ঠানে জালাল ইউনুস বলেন, ‘আজ থেকেই শুরু হয়ে গেল বিপিএল তৃতীয় আসরের কাউন্টডাউন। আসলে তৃতীয় আসরে এসে এটি ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
এছাড়া তিনি বিআরবি কেবলসকে ধন্যবাদ জানান বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার জন্য।
৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর