যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এবার শান্তির পয়গাম
স্পোর্টস ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। রাজনৈতিক হানাহানি আর বিশ্ব পরাশক্তির অদৃশ্য কালো থাবায় পৃষ্ঠ সে দেশের সাধারণ জনগন। একজন মানুষের ৫টি মৌলিক চাহিদা থাকার কথা। আর সেটা থেকে বহুকাল ধরে বঞ্চিত আফগানরা।
তারপরও আফগানিস্তানের জনগন মৃত্যুকূপে থেকেও স্বপ্ন দেখেন নতুন করে বাঁচার। যুদ্ধ বিধ্বস্ত আর সম্প্রতি ভুমিকম্পে ১২১ ব্যাক্তি প্রান হারানোর কষ্টে ব্যাথিত আফগানে কিছুটা হলেও শান্তির পয়গাম নিয়ে এসেছে সে দেশের ক্রিকেট যোদ্ধারা।
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দেয় তারা। জানান দেয় চরম মুর্হূতে থেকেও তাদের উথানের কথা। তাছাড়া টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের মাইলফলক স্পর্শ করে দলটি।
জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের পর দেশে ফিরে বীরোচিত সম্বর্ধনা পেলেন আফগানিস্তান ক্রিকেটাররা। ক্রিকেট বিশ্বেও নতুন উঠতি শক্তি আফগান দলটি শুক্রবার দেশে ফিরলে শত শত মানুষ দেশটির জাতীয় পতাকা হাতে নেচে তাদেরকে সম্বর্ধনা জানায়।
দলটি কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে শত শত ভক্তরা ঐতিহ্যবাহী নাচের মাধ্যেমে তাদেরকে স্বাগত জানায়।
আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিসও আসগর স্তানিকজাইয়ের নেতৃত্বধীন দলটির প্রশংসা করেন।
তিনি বলেন, ‘এটি আমাদের জাতির জন্য একটি বিজয় মুহূর্ত। তোমরা দেখিয়েছ যে, বিশ্বের বড় বড় দলগুলোর চেয়ে তোমরা কম নও।’
৩১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর