শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৮:০৫:২৪

আইসিসির পরিক্ষায় উত্তীর্ণ পাক ক্রিকেটার বিল্লাল

আইসিসির পরিক্ষায় উত্তীর্ণ পাক ক্রিকেটার বিল্লাল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ বড় সংস্থা আইসিসির পরিক্ষায় উত্তীর্ণ পাক ক্রিকেটার বিল্লাল। গত ৫ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তৃতীয় ওয়ানডেতে বার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তার এব্যাপারটা নিয়ে আইসিসি’র কাছে রিপোর্ট দেয়। এরই প্রেক্ষিতে পাকিস্তানের এ অফস্পিানরকে আইসিসির পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এখন অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহ থেকে মুক্ত হলেন তিনি। ভারতের চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেখানে পরীক্ষা শেষে আইসিসি নিশ্চিত করেছে যে, বল করার সময় বিলালের কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির বেশি বাঁকায় না। এতে অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহ থেকে মুক্ত হলেন তিনি। আর এতে রোববার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অভিষেক হয়ে যেতে পারে তার। ৩১ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে