শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫, ০৮:৩৪:৩৬

দীর্ঘদিন পর জানা গেল, বিশ্বকাপে রুবেলের সাফল্যের কারণটা

দীর্ঘদিন পর জানা গেল, বিশ্বকাপে রুবেলের সাফল্যের কারণটা

স্পোর্টস ডেস্ক: গেল বিশ্বকাপে টাইগার রুবেল হোসেন ক্রিকেটবিশ্বকে যে অসাধারণ খেলাটা উপহার দিয়েছিলো সেটার পিছনে একটি অন্তনিহত কারণ ছিল বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক আকরাম খান। বিশ্বকাপে জাতীয় দলের ফার্স্ট বোলার রুবেল হোসেনের সাফল্যের মূল্য কারণ মেডিটেশন বলে উল্লেখ্য করেন এই নির্বাচক। সব সময় বলুন, ভালো আছি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ত্রিক্রয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশন কর্তৃক ৮ শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আকরাম খান বলেন, বিশ্বকাপের সময় রুবেল একটি সমস্যায় পড়েছিল। বিষণ্নতা কাটাতে আমি রুবেলকে বুঝিয়ে আমার স্ত্রীর সঙ্গে ক্রিয়েটিভ মেডিটেশনে পাঠাই। রুবেল সেখানে মাত্র আধাঘণ্টা থাকতে চেয়েছিলো, কিন্তু যাওয়ার পর সাড়ে তিন ঘণ্টা ছিলো সেখানে। এরপর তার সাফল্যের কথা সবারই জানা। আকরাম খান বলেন, ইংল্যান্ডের বিপক্ষে রুবেল যে দু'টি বোল্ড আউট করে ছিলো তা অসাধারণ। মূলত মেডিটেশনের কারণেই রুবেল তার মানসিক বিমর্ষতা কাটিয়ে উঠতে পেরেছিলো। ৩১ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে