রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৮:৪১:১২

কম বলে বেশি রান নিতে অনুশীলন করছেন নাসির

কম বলে বেশি রান নিতে অনুশীলন করছেন নাসির

স্পোর্টস ডেস্ক: লোয়ার মিডলে নেমে মারকুটে ব্যাটিংয়ের সাথে দলের জয়সূচক ইতি টানার জন্য নাসির হোসেনকে ‘দ্য ফিনিশার’ নামে ডাকা হয়। তিনি এবার লক্ষ্য ঠিক করেছেন লোয়ার মিডলে নেমে দলের হয়ে ইতি টানার সঙ্গে রঙ্গে কম বলে আরো দ্রুত রান করার ক্ষমতা অর্জনের। মূলত ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই এমন লক্ষ্য নির্ধারণ করেছেন নাসির। সামনের আসর গুলো উদ্দেশ্য করে ব্যাটিং স্কোরিং শট বাড়ানোর চেষ্টায় আছেন দেশের এই হার্ডহিটার ব্যাটসম্যান। এ বিষয়ে বলেন, ‘সামনে টি-২০ বিশ্বকাপ, আমি চেষ্টা করছি স্কোরিং শট বাড়ানোর জন্য। চেষ্টা করছি প্রতি বলে রান করার জন্য। চেষ্টা করছি দ্রুত রান করার জন্য; অল্প বলে বেশি রান করার জন্য।’ অবশ্য বিশ্বকাপের আগেই এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্রুত রান করার অভ্যাসটা রপ্ত করে নেওয়ার সুযোগ পাবেন নাসির। আসন্ন বিপিএলের তৃতীয় আসর নিয়ে কোন চিন্তায়ই নেই তার।নাসিরের সব জলপনা কল্পনা শুধু জিম্বাবুয়ে সিরিজকে নিয়ে। জানান, ‘বিপিএল নিয়ে আমাদের মধ্যে সেভাবে কোনো কথা হচ্ছে না। সবাই ফোকাসড আছে জিম্বাবুয়ের জন্য। এখানে ভালো খেললে এই আত্মবিশ্বাসটা বিপিএলে কাজে আসবে। বিশ্বকাপের জন্যও আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার সুযোগ এটা।’ ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে মানসিকভাবে বিধ্বস্ত জিম্বাবুয়ে দলকে সহজেই হারিয়ে দেওয়া যাবে বলেও মনে করছেন না নাসির, ‘ছোট সিরিজ বলে কোনো কথা নেই । এছাড়া নাসির ভারত-আফ্রিকার চেয়ে সফরকারী জিম্বাবুয়েকে খানিকটা দুর্বল দল বলে মনে করছেন। তারপরও জানিয়ে রাখলেন যেহেতু একদিনের ম্যাচ হবে তাই যারা ভালো খেলবে তারাই জিতবে। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে