রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ০৯:১৮:৩৩

চিটাগং থেকে টাকা নিলেও রংপুরের হয়ে খেলতে চান দিলশান!

চিটাগং থেকে টাকা নিলেও রংপুরের হয়ে খেলতে চান দিলশান!

স্পোর্টস ডেস্ক: ২২ নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ ঘরোয়া প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। কিন্তু গত দুই আসরের মত বিপিএলের এই আসরে এসেও খেলোয়াড় বির্তক নিয়ে নয়া বিপাকে পড়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। কারণ দুই ফ্রেঞ্চাইজি চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারত্মে দিলশান! এমনটিই দাবি দুই ফ্রেঞ্চাইজির। শনিবার বিষয়টি নিয়ে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘শ্রীলঙ্কার এই ওপেনার চিটাগং ভাইকিংসের সঙ্গে চুক্তি করার পাশাপাশি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছেন।’ বিসিবির শীর্ষ এই কর্মকর্তা বিপিএলের স্পন্সরের নাম ঘোষণার অনুষ্ঠানে বলেছেন,‘‘দিলশান ভুল করে চট্টগ্রামের কাছ থেকে আগের বকেয়া ভেবেই পেমেন্ট নিয়েছিল (যদিও তিনি আগেরবার ঢাকার হয়ে খেলেছিলেন)। এখন দিলশান রংপুরের হয়ে খেলতে চাচ্ছেন। তবে তিনি বলেছেন, যদি সমস্যা হয় আমি টাকা ফেরত দিয়ে দিব। তবুও রংপুরের হয়ে খেলতে চাই।’’ জালাল ইউনুস জানিয়েছেন, আগামী ২-১ দিনের মধ্যেই দিলশান ইস্যুর সমাধান হবে। ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে