মেসি সূত্রে সর্তক হয়ে এখন যা করছে বার্সা
স্পোর্টস ডেস্ক: হাঁটুর লিগামেন্ট চিড়ে যাওয়ায় প্রায় ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। কিন্তু মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে আগামী ২১ নভেম্বর চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। হাই-ভোল্টেজের এই ম্যাচের আগে ইনজুরিতে পড়া লিওনেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বার্সা । এমনকি মেসিও চান না যে শতভাগ সুস্থ হওয়ার আগে মাঠে ফিরতে।
এছাড়াও বার্নাব্যুতে জাতীয় দলের হয়ে তার উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই আগামী ১৩ ও ১৭ নভেম্বর ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষেও খেলা হচ্ছে না মেসির।
বার্সার এই তারকা খেলোয়াড়কে নিয়ে এনরিকে বলেছেন, `এল ক্ল্যাসিকোর পরে যেহেতু মৌসুমের আরো দুই তৃতীয়াংশ ম্যাচ বাকি থাকবে সে কারণেই মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। এতে করে তার ইনজুরি আরো গুরুতর হয়ে উঠতে পারে। এল ক্ল্যাসিকোর আগে শুধুমাত্র মেসির ইনজুরি নিয়েই পুরো দল চিন্তিত বলে এনরিকে স্বীকার করেছেন। তবে মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জি রবার্তো ইনজুরি কাটিয়ে মাঠে ফেরায় এনরিকে কিছুটা স্বস্তি পাচ্ছেন।'
১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�