রবিবার, ০১ নভেম্বর, ২০১৫, ১২:০৩:১৯

আমিরকে ক্ষমা করে দিয়েছেন ওয়াকার ইউনুস

আমিরকে ক্ষমা করে দিয়েছেন ওয়াকার ইউনুস

স্পোর্টস ডেস্ক: ২০১০ সালটি ছিল পাকিস্তান ক্রিকেটের জন্য চরম লজ্জাজনক সময়। সেবার ইংল্যান্ড হোম সিরিজে পাকিস্তানি তিন ক্রিকেটার- মোহাম্মদ আসিফ, সালমান বাট ও আমির জঘন্যতম স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পুরো পাকিস্তান ক্রিকেটকে কুলষিত করে ফেলে। আর সে সময়টাতে পাকিস্তানের কোচ ছিলেন সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস।দলের প্রতিভাবান মুখ গুলো যে এমন নিকৃষ্ট কাজ করতে পারে সেটি কিছুতেই মেনে নিতে পারেনি তিনি। কিন্তু সময় বদলেছে।ওয়াকার ইউনুসও বাস্তবতা বুঝতে পারছেন। বাকিদের মত তিনিও আমিরের প্রতি কোন রাগ পুষে রাখেননি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তেমনটাই বললেন তিনি, ‘পুরো বিশ্বই তাকে ক্ষমা করেছে। সে আমাদের সবাইকে ধোঁকা দিয়েছিল এবং সে জন্য শাস্তিও পেয়েছে। তাকে জেলে পাঠানো হয়েছিল। আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া উচিত।’ সেই ১৮ বছরের পুচকে আমিরের হয়তো আজ পাক পেস আক্রমণের অগ্রদুত থাকার কথা। কিন্তু লোভ আর ভুল তাকে তা হতে দেয়নি। তার পরও ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে জং ধরা তলোয়ার নিয়ে কতটুকু জ্বলে উঠতে পারেন তিনি। ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠছে আমির কি আবারে জাতীয় দলে ফিরতে পারবেন? অন্তত, কোচ ওয়াকার তার জন্য দরজাটা খোলাই রাখছেন। তবে, এর আগে আমির নিজেকে প্রমাণ করতে হবে। ওয়াকার বললেন, ‘কাউকে নিয়েই আমার কোনো সমস্যা নেই। কিন্তু জাতীয় দলে ফেরানোর আগে আমি ওকে অন্তত দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলতে দেখতে চাই। সে এরই মধ্যে তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি শাস্তি পাওয়ার পর কাউকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত।ওকে চাপ ছাড়া খেলতে দিন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে দিন। বোলিংয়ে উন্নতি করতে দিন। তারপর আমরা ভেবে দেখব।’ ১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে