লাস পালমাসকে হারিয়ে শীর্ষে ক্রিশ্চিয়ানোর রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক: লা লিগায় টানা দশ ম্যাচে অপরাজিত থাকার গৌরভ অর্জন করলো ক্রিশ্চিয়ানো-ওজিলের রিয়াল মাদ্রিদ। সেই সাথে দশম ম্যাচে লাস পাল মাসকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটাও ধরে রেখেছে তারা।
এই জয়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন একটি গোল। একটি গোল করেই বার্সেলোনা তারকা নেইমারের সঙ্গে যুগ্নভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন পর্তুগিজ তারকা।
বার্নাব্যুতে রেফারির উদ্ভোধনী বাঁশির চার মিনিটেই মিডফিল্ডার ক্যাসেমিরোর পাসে রিয়ালকে লিড এনে দেন ইস্কো। এর ১০ মিনিট পরেই মার্সেলোর ক্রসে গোল কিপারের চোখ ফাঁকি দিয়ে হেডে গোল পোস্টে বল পাঠান রোনালদো। ৩৮ মিনিটে মিডফিল্ডার হার্নানের গোলে ম্যাচে ফেরে লাস পালমাস।
তবে প্রথমার্ধের শেষের দুই মিনিট আগে জেসে রদ্রিগেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত দু’দলের কেউই আর গোলের দেখা পায়নি। যদিও ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন ইস্কো-টনি ক্রুসরা।
প্রসঙ্গত, করিম বেনজেমা, গ্যারেথ বেল মাঠে না নামতে পারায় প্রতিপক্ষের গোল সীমানায় খানিকটা দুর্বলতা লক্ষ্য যায় স্বাগতিকদের।
১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�