শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ১২:০৫:৫৯

বন্ধু মেসিকে নিয়ে ‘আবেঘন’ স্ট্যাটাস দিলেন নেইমার!

বন্ধু মেসিকে নিয়ে ‘আবেঘন’ স্ট্যাটাস দিলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক: স্বপ্নের ক্লাব বার্সাতে নাম লেখানোর জন্য উন্মুখ ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশেষ করে বিশ্বসেরা ফুটবলারদের অনেকেই দাপট দেখাচ্ছেন ক্লাবটির হয়ে। তাই নেইমারের আগ্রহটা ছিল ন্যু ক্যাম্প কেন্দ্রিক।

২০১৩ সালেই নেইমারের স্বপ্নটা বাস্তবায়ন হয়েছিল। এরপর কাতালানদের হয়ে চারটি বছর মাঠ মাতিয়েছেন। মেসি-সুয়ারেস ও নেইমারকে নিয়ে গড়া বার্সার আক্রমনভাগের খ্যাতি ছিল বিশ্বজোড়া। তবে সেই সব পাশ কাটিয়ে পেশাদারিত্বের খাতিরে বার্সা ছেড়ে স্প্যানিশ ক্লাব পিএসজিতে যোগ দিলেন নেইমার। প্রায় ২২২ মিলিয়ন ট্রান্সফার ফির বিনিময়ে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে বন্ধু দানি আলভেসের দলে যোগ দেন তিনি।

বার্সা ছেড়ে নেইমার চলে গেলেও সেখানকার কাছের বন্ধুদের মোটেও ভুলতে পারছেন না তিনি। বিশেষ করে প্রিয় বন্ধু মেসিকে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তার বন্ধুত্বের বিষয়টি স্মৃতিপটে হয়ে থাকবে অমলিন। বার্সার অন্য খেলোয়াড়দের কথাও ভুলতে পারেননি। তাইতো নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বার্সা ও মেসিকে নিয়ে কিছু আবেগঘন কথা লিখেছেন।

‘বার্সায় খেলা অনেকটা চ্যালেঞ্জের। আমার শৈশবের লালিত স্বপ্ন ছিল। ২১ বছর বয়সে কাতালান ক্লাবটিতে এসেছিলাম। তখন তো আরও বেশি চ্যালেঞ্জের। প্রথম দিনের কথা মনে পড়ে। মেসি, ভালদেজ, জাভি, ইনিয়েস্তা, পুয়োল এবং অন্য খেলোয়াড়দের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। বার্সা আসলে ক্লাবের চেয়ে বড়।’

মেসির প্রশংসায় নেইমার লিখেছেন, ‘বিশ্বসেরা ফুটবলার লিওর (মেসির) সঙ্গে খেলে আমি গর্বিত। আমার জীবনে এমন খেলোয়াড় আর দেখিনি। আমি নিশ্চিত, তার চেয়ে ভালো কাউকে কখনো পাব না। মাঠে এবং মাঠের বাইরে মেসি আমার বন্ধু। তোমার সঙ্গে খেলতে পেরে আমি সম্মানবোধ করছি। আমি তোমাকে ভালোবাসি, বন্ধু!’

আবেগঘন স্ট্যাটাসে নেইমার তুলে এনেছেন কিছু তিক্ত অভিজ্ঞতার কথাও। কর ফাঁকি নিয়ে অনেক নাটক হয়েছে। তাই মাঠের পাশাপাশি মাঠের বাইরেও অনেক চ্যালেঞ্জ সামাল দিতে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

কর ফাঁকির মামলায় মুক্তি পেয়েছেন নেইমার। তারপরও বার্সায় থাকতে পারলেন না তিনি। পেশাদার ফুটবলের তাগিদে পাড়ি জমিয়েছেন নতুন ঠিকানায়। পিএসজিতে নিজেকে উজাড় করে দিতে চাইবেন নেইমার। নতুন অধ্যায় শুরুর আগে সবার সহযোগিতা চাইছেন এই ব্রাজিলিয়ান।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে